কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিজেপি কো-অর্ডিনেটর তিস্তা বিশ্বাসের মৃত্যু ঘিরে সন্দেহ প্রকাশ করতে শুরু করলেন বিজেপি নেত🍸ারা। বুধবার নিমতৌড়িতে বিজেপি নেত্রীর গাড়িতে পিছন থেকে একটি ট্যাঙ্কার ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। তবে তিস্তার মৃত্যু নিছকই 🍨এক দুর্ঘটনা বলে বিশ্বাস করতে পারছেন না অনেক বিজেপি নেতাই। তাঁদের মধ্যে অন্যতম হলেন রূপা গঙ্গোপাধ্যায়। এই দুর্ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন রূপা।
ফেসবুকে একটি পোস্টের কমেন্টে এই বিষয়ে রূপা লেখেন, 'এটাকে দুর্ঘটনা বলে বিশ্বাস করতে পারছি না। ট্রাক চালককে খুঁজে বে🍃র করতে হবে। পুলিশের রেকর্ড অনুযায়ী সে পলাতক থাকবে। একটা বাইক শুরু থেকেই তাদের পিছু নিচ্ছিল। সে সম্পর্কে আরও জানতে হবে। গৌরব (তিস্তার স্বামী) খুব ভালো গাড়ি চালায়। আমি অনেকবার চড়েছি।'
এদিকে তিস্তার মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়েছেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সম্পাౠদক রাহুল সিনহা। রাহুল সিনহা বলেন, 'তিস্তা বিশ্বাসের মৃত্যুর ঘটনা স্বাভাবিক নয়। এটা পরিকল্পিত মৃত্যুর ঘটনা। যদি গাড়িটার পিছনে ধাক্কা মারত। তাহলে সেটা অন্য বিষয়। যেখানে গাড়িটি দাড়িয়ে ছিল। দূর থেকে গাড়িটি দেখা যাচ্ছিল। ফলে এত জোরে ধাক্কা কখনও হয় না। এ তো প্রাণঘাতী ধাক্কা। একে প্রাণঘাতী হামল বলব। এই ঘটনা থেকে এটা পরিষ্কার, এটা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। নির্বাচন খুব সামনে। দুই এক মাসের মধ্যে নির্বাচ💧ন হবে। এই ঘটনায় অন্য কোনও যোগ আছে কি না, তার নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। সিবিআইকে দিয়ে এই ঘটনার তদন্ত করা দরকার বলে আমি মনে করি।'