বিজেপি বারবারই রাজ্য সরকারের সমালোচনা করেছে। কিন্তু এবার রাজ্য সরꦯকারই বিজেপির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। আর তার জেরেই সৌজন্যের রাজনীতি আবার দেখল বাংলা। বুধবার পথ দুর্ঘটনায় বিজেপির ৮৬ নম্বর ওয়ার্ডের কো–অর্ডিনেটরের তিস্তা বিশ্বাসের মৃত্যু হয়। এখন কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিস্তাদেবীর স্বামী ও মেয়ে ভর্তি। খবর পেয়ে রাতেই তিস্তার গড়চার বাড়িতে যান পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বিধায়ক দেবাশিস কুমার। সাংবাদিকদের চন্দ্রিমা বলেন, ‘রাজ্য সরকার মৃত কাউন্সিলর𒐪ের স্বামী ও কন্যাকে চিকিৎসা এবং অন্যান্য সাহায্য দেওয়ার কথা জানিয়েছে।’
এই সাহায্যের কথা প্রকাশ্যে আসতেই সৌজন্যের রাজনীতি দেখল বাংলা। পূর্ব মেদিনীপুর থেকে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের বিদায়ী বিজেপি কাউন্সিলর তথা কো—অর্ডিনেটর তিস্তা বিশ্বাস (৪৩)। হেড়িয়ার একটি কলেজ থেকে এমএড–এর শংসাপত্র নিয়ে কলকাতা ফেরার পথে বুধবার🤪 নিমতৌড়িতে দুর্ঘটনায় পড়েন তিনি।
তিস্তার স্বামী গৌরব পুলিশকে বলেন, ‘একট🍷ি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে এসে ཧপ্রবল গতিতে আমাদের গাড়িতে ধাক্কা মারে। গাড়িটি দুমড়ে–মুচড়ে যায়। পিছনের সিটে ছিল তিস্তা।’ পুলিশ সবাইকে তখন উদ্ধার করে তমলুক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তিস্তাকে মৃত বলে ঘোষণা করে। বিষয়টিতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
এই ঘটনার পর তাঁর স্বামী ও মেয়েকে দেখতে আজ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার হাসপাতালে যান। শোকপ্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষকেও শোকপ্রকাশ করতে দেখা গিয়েছে। তবে রাজ্য সরকারের প✃ক্ষ থেকে গিয়ে সব সাহায্য নেওয়ার আশ্বাস দেওয়া কার্যত বিরল। তাই করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।