ফিরে পেলেন নিরাপত্তা। কিছুদিন আগে তা চলে গিয়েছিল বলে গোঁসা করেছিলেন বিজেপি সাংসদ। এবার আবার কেন্দ্রীয় নিরাপত্তা ফিরে পেলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন তিনি। সম্প্রতি তাঁর উপর হামলা হয়েছিল বলে অভিযোগ। যদিও তাতে তাঁর কোনও ক্ষতি হয়নি। কিন্তু এই ইস্যুটি বড় করে দেখানো হয়েছিল। ফলে আবার কেন্দ্রীয় নিরাপত্তা ফিরে পেলেন তিনি। আর তাতে খুশি সাংসদ।ঠিক কী ঘটেছে এখানে? একুশের নির্বাচনের শুরু থেকেই কেন্দ্রীয় নিরাপত্তা বরাদ্দ ছিল জগন্নাথ সরকারের জন্য। কিন্তু কোনও অজানা কারণে কিথুদিন আগে তা তুলে নেওয়া হয়। যেটাও মার্চ মাসের শুরুর দিকে। তারপর দলের কর্মী–সমর্থকদের নিয়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি দেখতে গিয়েছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ। বাড়ি ফেরার পথে হরিণঘাটার কাছে তাঁর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়। আর এই ঘটনা নিয়ে তিনি সোচ্চার হযে উঠেছিলেন। তিনি যে নিরাপদ নন সে কথাও তুলে ধরেছিলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বিষয়টি নিয়ে শোরগোল ফেলে দেন। তারপরই মার্চ মাসের শেষে আবার ফিরে পেলেন কেন্দ্রীয় নিরাপত্তা। তবে তাঁকে রাজ্যের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। জগন্নাথ সরকারকে এবার ফের কেন্দ্রীয় নিরাপত্তা ফিরিয়ে দেওয়া হল।ঠিক কী প্রতিক্রিয়া বিজেপি সাংসদের? এই বিষযে আজ বিজেপি সাংসদ বলেন, ‘কেন্দ্রীয় নিরাপত্তা না থাকায় আমার উপর প্রাণঘাতী হামলা হয়েছিল। আবার তা হতে পারত। তবে ওইদিনই আমি রাজ্যের নিরাপত্তা পেয়েছিলাম। এবার আবার ২৬ মার্চ আমি ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেয়েছি কেন্দ্রের পক্ষ থেকে। তাতে আমি খুশি। দুই সরকারকে ধন্যবাদ জানাই।’