বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তাই এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। আগে বাংলার বিজেপি সাংসদদের নিয়ে বৈঠক হয়েছে নয়াদিল্লিতে। বঙ্গ–বিজেপিতে সাংগঠনি🍬ক রদবদল কিছুটা হয়েছে। এবার সরাসরি বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। আগামীকাল শুক্রবার রাতে কলকাতায় পৌঁছবেন তিনি। এখানে তিনদিন নানা কর্মসূচি নিয়ে থাকবেন। পঞ্চায়েত নির্বাচন হয়ে গিয়েছে। কিছু আসন পেয়েছে বিজেপি। কোথাও কোথাও বোর্ড গঠনও করতে চলেছে। এই অবস্থায় বিজেপির সর্বভারতীয় সভাপতির বাংলায় এসে নজরদারি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিকে ১১ অগস্ট বাংলায় আসবেন জেপি নড্ডা। ১৩ অগস্ট বিকেলে ফিরে যাবেন নয়াদিল্লিতে। এই তিনদিনে তাঁর নানা কর্মসূচি থাকছে এখানে। বঙ্গ–বিজেপি সূত্রে খবর, শুক্রবার রাত ৯টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার পর একটি বেসরকারি হোটেলে রাতে থাকবেন। ১২ অগস্ট পৌঁছবেন হাওড়ার বাগনানে। সেখানের একটি বিলাবহুল হোটেলে ‘পঞ্চায়েত রাজ সম্মেলনে’ যোগ দেবেন এবং বিজেপির কোর কমিটির বৈঠকে যোগ দেবেন বলে সূচি ঠিক রয়েছে। পরে তা একাধিক কারণে বদলও হতে পারে। এই পঞ্চায়েত 𒅌রাজ সম্মেলনের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অন্যদিকে শনিবার বিকেলে সায়েন্ট সিটিতে পঞ্চায়েত নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থীদের সঙ্গে বৈঠক করার কথা আছে তাঁর। রবিবার দিন সকালে দক্ষিণেশ্বরে যাওয়ার কথা আছে। আর কোনও স্বাধীনতা সংগ্রামীর বাড়িতে যেতে পারেন জেপি নড্ডা। সেখান থেকে ফিরে ওয়েস্টিনে সাংসদ–বিধায়কদের স💎ঙ্গে বৈঠক করার কথা রয়েছে সূচিতে। আবার সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেউলটিতে যাওয়ারও কথা রয়েছে তাঁর। দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পর বিজেপির সল্টলেকের পার্টি অফিসে গিয়ে বৈঠক করার কথা রয়েছে।
আরও পড়ুন: ‘রাজেশ মাহাতোক♏ে কিনে নিয়েছেন মুখ্যমন্ত্রী’, আদিবাসীদের বার্তা দিলেন শুভেন্দু
আর কী জানা যাচ্ছে? এছাড়া রবিবার দুপুরে ন্যাশানাল লাইব্রেরিতে একটি বৈঠকে যোগ দেওয়ার কথা আছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। আর সব কর্মসূচি শেষ করে সন্ধ্যে ৭টা নাগাদ দমদম বিমানবন্দর থেকে বিমনে করে নয়াদিল্লি ফেরত যেতে পারেন তিনি। তবে সূচির বদল শেষ ෴মুহূর্তে তিনি করতে পরেন। এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে যে সব জেলা পরিষদে বিজেপি ক্ষমতায় এসেছে সেসব জয়ী জেলা পরিষদ প্রার্থী এবং জেলা পরিষদের সভাধিপতিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বাংলা থেকে অনেকেই ডাক পেয়েছেন।