প্রধানমন্ত্রী–মুখ্যমন্ত্রী তরজা এখন মধ্যগগনে। প্রধানဣমন্ত্রী পেট্রপণ্যের উপর থেকে কর কমাতে বলছেন। আর মুখ্যমন্ত্রী রান্নার গ্যাসের দাম কমাতে বলছেন। ফলে টগবগ করে ফুটছে জাতীয় রাজনীতি। কারণ কেন্দ্রের কাছ থেকে কয়েক কোটি টাকা বকেয়া মিলছে না বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। এই পরিস্থিতিতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ।
ঠিক কী বলেছেন মেদিনীপুরের সাংসদ? আজ, শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, ‘রাজ্যের বকেয়া রয়েছে নাকি। দিল্লির কাছে আমিও জানতে চাইছি ৯৭ হাজার কোটি টাকার হিসেব এল কোথা থেকে? ৪৩ হাজার কোটি টাকা আমফান–সহ প্রাকৃতিক বিপর্যয়ের জন্য তা বোঝা গেল৷ আর মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে চড়ে যে খরচ করেছেন সেই খরচ দাবি করছে🍌ন। পার্টির লোককে সরকারি পয়সায় পুষবে আর সেই টাকা দিল্লি দেবে? অন্য রাজ্য তো কান্নাকাটি করে না। টাকা নেই টাকা নেই বলে। খালি মোদীজীর টাকায় ফুটানি মারবেন!’
এই মন্তব্যের পর🎐ই রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। কারণ প্রধানমন্ত্রীর টাকায় মুখ্যমন্ত্রী ফুটানি কর꧒ছেন এই তথ্য একেবারে নতুন। তার উপর রাজ্যের হিংসা তিনি বলেন, ‘বাংলা অপরাধীদের নিরাপদ আশ্রয়। বাংলাদেশে ক্রাইম করে এসে এখানে আশ🐠্রয় নিচ্ছে। পাঞ্জাবে ক্রাইম করে এসে বাংলায় লুকোচ্ছে। এটা একটা টেরোরিস্টদের হাব হয়ে গিয়েছে। সমাজবিরোধী এবং গুন্ডাদের হাব বাংলা। এখানকার সরকার কতটা অকর্মণ্য তা এর থেকেই প্রমাণ হচ্ছে। বাংলার ইমেজ নষ্ট হচ্ছে।’
পুলিশের কাজে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নন বলে একাধিকবার ক্ষোভ উগড়ে দিয়েছেন। এই নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি বলেন, ‘লজ্জা থাকা উচিত। ১১ বছর ধরে উনি পুলিশমন্ত্রী। কি করেছেন? প্রথমে বিরোধীদের ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। সফ🌞লও হয়েছেন। ওনার কথা চলছে না, শুনছে না তাহলে উনার পদত্যাগ করা উচিত।’