আগামী ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু। ফলে সূর্যের প্রখর রোদের সঙ্গে ভোটের পারদও চড়ছে। ভোটের প্রচার সংক্রান্ত কাজ পরিচালনার জন্য রাজনৈতিক দলগুলি বিভিন্ন জায়গায় নির্বাচনী কার্যালয় করেছে। সল্টলেকেও বিজেপির নির্বাচনী কার্যালয় করা হয়েছে। সেটি অবস্থিত এফডি ব্লকের ১৮০ নম্বর বাড়ির ৩ তলায়। বারাসত লোকসভা কেন্দ্রের প্রচার সংকℱ্রান্ত কাজের জন্য এখানে নির্বাচনী কার্যালয় করেছে বিজেপি। আর তাৎপর্যপূর্ণভাবে তারপরেই বাড়ির মালিককে নোটিশ দিল বিধাননগর পুরসভা। বাড়িটিতে ꦛএকাধিক অবৈধ নির্মাণ হয়েছে জানিয়ে ৭ দিনের মধ্যে ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। বিজেপির দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই নোটিশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: গার্ডেনরিচে হেলে ꦑপড়া বাড়ির অংশ ভেঙে ফেলতে চায় পু🐠রসভা, মালিককে পাঠাল নোটিশ
জানা গিয়েছে, বিজেপির পক্ষ থেকে বাড়ির মালিকের কাছ থেকে তৃতীয় তলা ভাড়া নেওয়া হয়েছে। সেখানে নির্বাচন সংক্রান্ত যাবতীয় বৈঠক হচ্ছে বিজেপির। তবে বাড়িতে ঢোকার মূল গেটের দেওয়ালে বিধাননগর পুরসভার পক্ষꦅ থেকে একটি নোটিশ সাঁটানো হয়েছে। ওই নোটিশে বাড়িটির একাধিক অংশে অবৈধ নির্মাণ এবং একতলায় অবৈধভাবে গেস্টহাউসকে ভাড়া দেওয়ার উল্লেখ রয়েছে। পাশাপাশি ওই নোটিশে বাড়ির মালিককে ৭ দিন সময় দেওয়া হয়েছে। অবৈধ নির্মাণ হিসেবে চিহ্নিত করা অংশগুলি অবিলম্বে ভেঙে ফেলতে বলা হয়েছে।
বিজেপির পক্ষ থেকে দাবি যেহেতু তারা নির্বাচনী কার্যালয় করেছে তাই এমন নোটিশ পাঠিয়েছে শাসক দল। একই দাবি বাড়ির মালিকে চন্দ্রমোহন 🐓সরকারের। তাদের দাবি, বাড়িটিতে অবৈধ নির্মাণ হলে এতদিন কেন নোটিশ পাঠানো হয়নি। এখন কেন নোটিশ পাঠানো হল। বিজেপি কার্যালয় করার জন্যই তাকে এই নোটিশ দেওয়া হয়েছে ।