🌞 ‘ক্লাসে বোমা রাখা’- পশ্চিমবঙ্গের একাধিক স্কুলে এরকমই হুমকিবার্তা পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠল। অভিযোগ উঠেছে যে রবিবার রাত (ইংরেজি মতে সোমবার) ১২ টার পরে কলকাতা, শিলিগুড়ি-সহ পশ্চিমবঙ্গে প্রায় ২০০টি স্কুলে ইমেলে সেই হুমকিবার্তা পাঠানো হয়। স্কুলগুলিকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইতিমধ্য়ে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের তরফে বিষয়টি জানানো হয়েছে পুলিশকে। খবর গিয়েছে লালবাজারেও। পুলিশ সূত্রের খবর, পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। শুরু করা হয়েছে তদন্ত। যে মেল পাঠানো হয়েছে, সেটা ভুয়ো কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। তবে বিষয়টি নিয়ে পুলিশের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।
ঠিক কী হয়েছিল ঘটনাটি?
♏একাধিক স্কুল সূত্রের খবর, রবিবার রাত ১২ টার পরে ‘Doll’ নামে একটি আইডি থেকে স্কুলের ইমেলে হুমকিবার্তা পাঠানো হয়। তাতে দাবি করা হয় যে স্কুলের ক্লাসরুমে বোমা রাখা আছে। যত বড় সম্ভব, তত বড় হত্যালীলা চালানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবিতে (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে যে ‘Doll’ নামে একটি আইডি থেকে সেই ইমেল পাঠানো হয়েছে।
🎃কলকাতার প্রিটোরিয়া স্ট্রিটের কাছে অবস্থিত একটি স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন যে তাঁদের স্কুলের ইমেলে হুমকিবার্তা এসেছে। স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন প্রিটোরিয়া স্ট্রিটের কাছে অবস্থিত ওই স্কুলের প্রধান শিক্ষক। যদিও ঠিক কতগুলি স্কুলে সেই হুমকিবার্তা পাঠানো হয়েছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। পুলিশের তরফেও কোনও তালিকা প্রস্তুত করা হয়নি।
⛎আর সেই বিষয়টি এমন একটা দিনে সামনে এসেছে, যেদিন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের কাছেও হুমকিবার্তা এসেছে বলে দাবি করা হয়েছে। জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার নাম করে পাঠানো সেই হুমকিবার্তায় বাংলা তরফে লেখা হয়েছে, দেশে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা হলে বোমা মেরে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে। ক্ষতি করা হবে ঠাকুর পরিবারের সদস্যদের।