ভাঙড়ে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল এক কিশোর। গ্রিন করিডর করে সেখান থেকে তাকে নিয়ে আসা হয়েছিল কলকাতার হাসপাতালে। তা সত্ত্বেও বাঁচা🎀নো গেল না কিশোরকে। মৃত কিশোরের নাম জাহিদুল মোল্লা (১৬)। বাইকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে গুরুতর আহত হয়েছিল এই কিশোর। কলকাতায় নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, এই নিয়ে এক সপ্তাহে ভাঙড় ডিভিশনে পথ দুর🍬্ঘটনায় মৃত্যু হল ৪ জনের।
আরও পড়ুনঃ গরুর গাড়ির সঙ🌌্গে বাইকের ধাক্কꦏা, মৃত্যু আইআইটি রুরকির ২ ছাত্রের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোর ভাঙড়ের কৃষ্ণমাটি গ্রামের বাসিন্দা। এই ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমেছে। জানা গিয়েছে, ওই কিশোর পেশায় বাইকের মেকানিক। জাহিদুল পিঠা পুকুর এলাকায় একটি বাইকের গ্যারেজে কাজ করত সে। কাজের সূত্রেই রাতে বাইকে করে কিছু পার্টস আনতে গিয়েছিল পাকাপোল বাজারে। সেখান থেকে ফেরার সময় দ্রুত গতিতে বাইকে সে আসছিল। সেই সময় উলটো দিক থেকে একটি ভ্যানও দ্রুত গতিতে আসছিল। তখন ভ্যানটি তাকে ধাক্কা মারে। গুছুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার বাইকের সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে। অভিযোগ, ভ্যানে কোনও হেডলাইট ছিল না। এর ফলে ঘটনাস্থলে বাইক থেকে ছিটকে পরে কিশোর। তার মাথায় গুরুতর চোট লাগে। মাথা দিয়ে রক্ত বের হয়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যেতে বলেন। এদিকে পুলিশ বিষয়টি জানতে পেরে কিশোরকে যাতে তড়িঘড়ি কলকাতার হাসপাতালে নিয়ে পৌঁছানো যায় তার জন্য গ্রিন করিডর করার সিদ্ধ♚ান্ত নেই। সেই মতোই তাকে ভাঙড় থেকে গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হয় কলকাতার হাসপাতালে। কিন্তু সেই পথেই নিউটাউনে মৃত্যু হয় কিশোরের।