মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না পেয়ে বিপাকে পড়েছেন পরীক্ষার্থীরা। রাজ্যের একাধিক স্কুল পর্ষদের থেকে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড তোলেনি। ফলে পড়ুয়ারাও হাতে পাননি অ্যাডমিট কার্ড। এই অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরীক্ষার্থীরা। আদালত অবিলম্বের পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়ার ব্যাপারে পর্ষদকে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে গাফিলতির কারণে সংশ্লিষ্ট স্কুলগুলির প্রধান শিক্ষককে মোটা টাকা জরিমানা করা হয়ে💖ছে।
𒉰 মাধ্যমিকের আর দুদিন বাকি এখনও অ্যাডমিট কার্ড পায়নি অনেক স্কুলের পড়ুয়া। এ বছর পর্ষদের পক্ষ থেকে অ্যাডমিট কার্ড নেওয়ার সময়꧟ একটি হলফনামা দেওয়ার কথা বলা হয়েছিল স্কুলকে। পরীক্ষার্থীরা যাতে অ্যাডমিট কার্ড পান তা নিশ্চিত করতেই এই হলফনামা।
পডুন। উঠল স🅺ুপ্রিম স্থগিতাদেশ, প্রাথমিকে ১২ হাজার শ✨িক্ষক নিয়োগে রইল না কোনও বাধা
রাজ্যের বেশ কিছু স্কুল হলফনামা দিয়ে অ্যাডমিট নিলেও অনেকে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা হলফনামা নিতে নারাজꦅ। এর ফলে বিপাকে পড়ে পড়ুয়ারা। তাদেরই কয়েকজন হাইকোর্টে মামলা করে।
সেই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন, মঙ্গলবার সকালে মোট টাকার ব্যাগ হাত﷽ে হাইকোর্টে আসবেন প্রধান শিক্ষকরা। প্রধান শ𝐆িক্ষকদের গাফিলতিতে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার আগে পড়ুয়াদের এমন মানসিক চাপ, ভালো ভাবে নিচ্ছে না আদালত। বিচারপতির পর্যবেক্ষণ,এইভাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যায় ফেলাটা অনুচিত বলে। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি।