বাজেট নিয় কেন্দ্রীয় সরকারকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট দেশের গরিব মানুষের কথা ভেবে ত𒆙ৈরি করা হয়নি। একই মত প্রকাশ করলেন রাজ্য অর্থ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্য। যিনি আর ১৫ দিন পরই রাজ্যের বাজেট পেশ করতে যাবেন।
বাজেটে কর কাঠামোতে পরিবর্তন এনেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । বেড়েছে কর ছাড়ের সীমাও। এই কর ছাড় দিয়ে সাধারণ মানুষের কোনও উপকার হবে না বলেই মনে করেন চন্দ্রিমা। তাঁর কথায়, 'বাজেটে মুদ্রাস্ফীতি কমানোর জন্য কী করা হবে তা নিয়ে কোনও আলোক👍পাত করা হয়নি নি। মুদ্রাস্ফীতি যদি চলতেই থাকে তবে কর ছাড় দিয়ে মানুষের কোনও লাভ হবে না।'
আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধির প্রসঙ্গ তাঁর মত, শুধু বরাদ্দ বৃদ্ধি করলে হবে না তাকে খরচের মধ্যে আনতে হবে। অর্থ প্রতিমন্ত্রী বলেন,' ২০১৮ সালের সার্ভের পর আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন ৫৯ লক্ষ। পরে কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনে ১৭ লক্ষকে বাদ দেওয়া হয়। বাকিদের মধ্যে ১১ লক্ষ ৩৬ হাজারের অনুমোদ মিলেছে। কিন্তু এখনও টাকা আসেনি। যদি ৫৯ লক্ষের বাজেট বরাদ্দ থাকলেও পাঁচ বছরে ১১ লক্ষ ৩৬ হাজারের টাকাও এখনও এসে পোঁছয়নি। অর্থাৎ টাকা বরাদ্দ ও দেওয়ার মধ্যে অনেক ꦯতফাৎ আছে।'
তাছাড়া তিনি অভিযোগে করেন, বরাদ্দ টাকা দেওয়ার ক্ষেত্রেও বিভাজন করে মোদ🐠ী সরকার। বিজেপি শাসিত রাজ্যের জন্য এক রকম ও অবিজেপি শাসিত রাজ্যের জন্য আর এক নীতি নিয়ে চলে তাঁরা।