নয়াদিল্লি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূল কংগ্রেসের বাস। ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা এবং গ্✱রাম সড়ক যোজনার টাকা বকেয়া রেখে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তা আদায়ের দাবিতেই বসে করে নয়াদিল্লি যাচ্ছিলেন জব কার্ড হোল্ডার বেশকিছু মানু্ষ এবং দলীয় কর্মীরা। কিন্তু আজ, রবিবার ঝাড়খণ্ডে পুরুলিয়ার কর্মীদের নিয়ে যাওয়া বাসটি পথ দুর্ঘটনার কবলে পড়ে। তবে বড় হতাহতের কোনও খবর নেই। ওই দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে ফিরে আসার নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষনেতারা। আর এই ঘটনার জন্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দায়ী করেছেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচ🅺ার্জ দেবাংশু ভট্টাচার্য।
এই ঘটনা নিয়ে তিনি একটি টুইট করেছেন। নিজের এক্স–হ্যান্ডেলে আজ, রবিবার এই ঘটনার জন্য বিজেপির রাজ্য সভাপতিকে দায়ী করেছেন তিনি। এই পথ দুর্ঘটনার জেরে যত রক্ত বেরিয়েছে তার প্রতিটি বিন্দুর জন্য দেবাংশু দায়ী করেছেন সুকান্তকে। তবে এখনও কোনও প্রত্যুত্তর দেননি বঙ্গ–বিজেপির রাজ্য সভাপতি। তবে এই পথ দুর্ঘটনা নিয়ে খোঁচা আগেই দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজ✨ুমদার। আর তারপরই পাল্টা জবাব দিয়ে টুইট করেন, তৃণমূল কংগ্রেসের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। তারপর🎐 সুকান্তবাবু আর কোনও উত্তর দেননি।
ঠিক কী বলেছেন সুকান্ত মজুমদার? এই পথ দুর্ঘটনা নিয়ে আগেভাগেই টুইট করে বসেন বি🐼জেপির রাজ্য সভাপতি। আজ, রবিবার তৃণমূল কংগ্রেসের বাস পথ দুর্ঘটনার কবলে পড়তেই বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার টুইট করে লেখেন, ‘একটা ভলভো বাস কোদারমায় পথ দুর্ঘটনার কবলে পড়েছে। তার জেরে বহু নাগরিক জখম হয়েছেন। তৃণমূল কংগ্রেসের নেতারা বিলাসবহুল বিমান উপভোগ করছেন। আর নিষ্পাপ মানুষজনকে জীবনের ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। এটা নিন্দাজনক। কোনও পরিষেবার দরকার হলে নিঃসংকোচে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।’ অথচ স্পেশাল ট্রেন এবং বিমান তাঁরাই দেয়নি বলে অভিযোগ।
আরও পড়ুন: ফেব্রুয়ার𝔉ি মাসেই লোকসভা ভোট দাবি শুভেন্দুর, ‘বাবার কি ক্যালেন্ডারের ব🧔্যবসা ছিল?’ পাল্টা কুণাল
ঠিক কী বলেছেন দেবাংশু? তৃণমূল কংগ্রেস এই সফরের জন্য স্পেশাল ট্রেন চেয়ে টাকা জমা দিয়েছিল। যা শেষ মুহূর্তে বাতিল করা হয়। আবার বিমানে করে যাওয়ার চেষ্টা করেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। সেটা শেষ মুহূর্তে বাতিল করা হয়। তখন বিকল্প হিসাবে বাসে করে যাত্রা করা হয়। একটি বাস আজ পথ দুর্ঘটনায় পড়েছে। আর সুকান্ত মজুমদার টুইট করে খোঁচা দিয়েছেন। তারই পাল্টা দেবাংশু ভট্টাচার্য লেখেন, ‘নিজেই বিষ খাওয়ায়; তারপরে নিজেই ঘটা করে বিজ্ঞাপন দেয় ‘চলো হাসপাতালে নিয়ে যাই’! না আপনারা এদের রুটি–রুজির টাকা আটকাতেন, না আপনারা এদের ট্রেন বাতিল করতেন, না এদেরকে বাসে করে এত দূরে যাত্রা করতে হতো, না এই দুর্ঘটনা ঘটতো..। এদের প্রত্যেকটা রক্তবিন্দুর জন্য দায়ী এক এবং♏ একমাত্র আপনারা, সুকান্তবাবু!’