রাজ্য়ের চারটি কেন্দ্রে উপনির্বাচনের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিকে তৃণমূলের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে কেন ১০টি কেন্দ্রের নির্বাচনের দিন ঘোষণা করা হল না? এনিয়ে নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছে কমিশন। এদিকে তৃণমূলের দাবি সব মিলিয়ে ১০টি কেন্দ্রে নির্বাচন করা দরকার। কারণ সব মিলিয়ে ১০টি কেন্দ্র বিধায়ক শূন্য় হতে চলেছে। সেক্ষেত্রে কেন বাকি ৬টি কেন্দ্রের নির্বাচনের দিন ঘোষণা করা হল না সেই প্রশ্ন তোলা হয়েছে। যে চারটি কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে সেই কেন্দ্রগুলি হল রায়গঞ্জ, রানাঘাট, দক্ষিণ বাগদা ও মানিকতলা। আগামী ১০ জুলাই এই চার কেন্দ্রে ভোট হবে। কিন্তু তৃণমূলের প্রশ্ন বাকি ৬ কেন্দ্রের ভোটের দিন কেন ঘোষণা করা হল না? আসলে এবার বেশ কয়েকজন বিধায়ককে লোকসভা আসনের প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছিল তৃণমূল। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে তাঁদের মধ্য়ে জুন মালিয়া, পার্থ ভৌমিক, হাজি নুরুল ইসলাম, অরূপ চক্রবর্তীরা জিতে গিয়েছেন। স্বাভাবিকভাবেই সেই আসনগুলি ফাঁকা হয়ে গিয়েছে। সেখানে আবার ভোট হওয়ার কথা রয়েছে। আবার আলিপুরদুয়ার কেন্দ্রের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাও এবার ভোটে লড়েছিলেন। জিতে গিয়েছেন তিনিও। সেই ফাঁকা আসনগুলির জন্য় ভোটের দিন কেন ঘোষণা করা হল না সেই প্রশ্ন তুলে চিঠি পাঠাল তৃণমূল। এদিকে এবার লোকসভা ভোটে মোটের উপর ভালো ফল করেছে তৃণমূল। এবার সামনেই উপনির্বাচন। তার মধ্য়ে অন্য়তম বড় আসন হল রায়গঞ্জ। সেখানে এবার বিজেপি জয়ী হয়েছে লোকসভায়। সেক্ষেত্রে উপনির্বাচনে এখানে ধূপগুড়ির মতো পরিস্থিতি হয় কি না সেটাও দেখার।