কেন্দ্রীয় সরকার থেকে অনুদান বাবদ আসা টাকার মধ্যে থেকে ১ লাখ ৯৪ হাজার কোটি টাকা খরচের কোনও শংসাপত্র (উটিলাইজেশন সার্টিফিকেট) দিতে পারেনি পশ্চিমবঙ্গ। সিএজি রিপোর্টে এমনটাই দাবি করা হল। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে ২০২১ সাল পর্যন্ত এই পরিমাণ কেন্দ্রীয় অনুদান খরচের 'প্রমাণ' নেই সরকারের কাছে। এই আবহে বিরোধী বিজেপি অভিযোগ করছে, এই টাকা নয়ছয় করেছে রাজ্যের শাসকদল তৃণমূল। রিপোর্ট অনুযায়ী, বাংলা মোট ২ লক্ষ ২৯ হাজার ৯৯ কোটি টাকা খরচের শংসাপত্র জমা দেয়নি। এর মধ্যে বাম জমানার হিসেব মেলেনি ৩৪ হাজার ৮৮০ কোটি টাকার। বাকি যে ১ লাখ ৯৪ হাজার টাকার শংসাপত্র মেলেনি, তা তৃণমূল সরকারের সময়কার। এদিকে রিপোর্টে এও দাবি করা হয়েছে, এই ১ লাখ ৯৪ হাজার কোটির মধ্যে থেকে ৪৯.৫ শতাংশ অর্থের শংসাপত্র বকেয়া ২০১৮-২১, এই তিন বছরের। (আরও পড়ুন: 'শ্রী'-'সাথীদের' চক্করে হতশ্রী দশা রাজকোষের, বাজেটে𝓡র বাইরে গিয়ে ঋণ বাংলার:ꦅ CAG)