২০২৪ সালের লোকসভা নির্বাচন। হটস্পট কেন্দ্র ছিল বসিরহাট। যেখানের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে শক্তিস্বরূপা বলে সম্বোধন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি ঝাঁপিয়ে পড়েছিল জেতাতে। কিন্তু হেরে যান রেখা পাত্র। আর জয়ী হন তৃণমূল কংগ্রেস নেতা হাজি নুরুল ইসলাম। সাংসদ হওয়ার ♛কিছুদিন পরই অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যু হয় তাঁর। তখন থেকে এখনও পর্যন্ত বসিরহাট লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয়নি। এবার ওই লোকসভা কেন্দ্রে উপনির্বাচন চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। বসিরহাটের স্থানীয় ১৪ জন বাসিন্দা এখানে নির্বাচন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। দ্রুত মামলার শুনানি চেয়ে আবেদন করা হয়েছে।
হাজি নরুল ইসলাম প্রয়াত হওয়ার পর একাধিক উপনির্বাচন হয়েছে। কিন্তু কখনও নাম ঘোষণা হয়নি বসিরহাটের। অন্যান্য কয়েকটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের সঙ্গে বসিরহাটের উপনির্বাচন করার কথা ঠিক করেছে নির্বাচন কমিশন। অন্যান্য কয়েকটি রাজ্যের লোকসভা কেন্দ্রের উপনির্বাচন হওয়ার কথা আছে। তবে সেটা কবে হবে তা এখনও ঠিক হয়নি। কোনও নির্ঘণ্ট প্রকাশ হয়নি। তৃণমূল কংগ্রেস সাংসদের মৃত্যুর পর ৬ মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। তারপরও কোনও কিছু না ঘটায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীর বক্তব্য, দীর্ঘদিন ধরে এলাকায় সাংসদ নেই। স্থানীয় বাসিন্দাদের সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে। তাই অবিলম্বে নির্বাচন হওয়া ꦓউচিত।
আরও পড়ুন: দলের পদ ছেড়ে দিলেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক, ফেসবুক পোস্টে বিশদে ঘোষণা
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট নজরকাড়া কেন্দ্র ছিল। কারণ এই কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্র সন্দেশখালি। এখানেই নানা অভিযোগ তোলা হয়েছিল। প্রথমে জমি দখলের অভিযোগ। তারপর রাতের অন্ধকারে বধূদের পিঠে বানানোর নাম করে ধর্ষণ করার অভিযোগ তোলা হয়। যদি স্টিং অপারেশনে ধরা পড়ে যায় এমন কোনও ঘটনা ঘটেনি। পুরোটাই বিজেপির সাজানো। যদিও ওই স্টিং অপারেশনের ভিডিয়ো যাচাই করে দেখেনি 😼হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল। তারপরও বিজেপির বসিরহাটের প্রার্থী যিনি সন্দেশখালির বাসিন্দা সেই রেখা পাত্র জিততে পারেনি। বিরাট ব্যবধানে জয়ী হন তৃণমূল কংগ্রেসের হাজি নুরুল ইসলাম। ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর তিনি প্রয়াত হন।