বিধানসভা ভোট পরবর্তী হিংসায় পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি কর্মী খুনে অভিযুক্ত ৫ তৃণমূলকর্মীর আগাম জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বে𒈔ঞ্চ অভিযুক্তদের আবেদন খারিজ করে দেন। এর ফলে ৫ তৃণমূলকর্মীর গ্রেফতারির সম্ভাবনা আরও জোরদার হল।
আরও পড়ুন - নীতি আয়োগ🐭ের বৈঠকে নিয়ম ভেঙে মমতাকে আগে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছিল
পড়তে থাকুন - পশ্চিমবঙ্গ থেকে যে কর সংগ্রহ হয় তার দ্বিগুণ টাকা ফেরত পাঠা✅য় কেন্দ্র
২০২৩ সালের ১ মে ময়নার বাকচায় খুন হন বিজেপি নেতা বিজ🤪য়কৃষ্ণ ভুঁইয়া। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বোমা মেরে খুন করা হয় তাঁকে। পরদিন সকালে স্থানীয় একটি পুকুর পাড় থেকে উদ্ধার হয় তাঁর দেহ। এই ঘটনার তদন্তে নেমে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু ৯০ দিনের মধ্যে পুলিশ চার্জশিট জমা না দেওয়ায় তারা জামিন পেয়ে যায়। এর মধ্যে🦂 পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করে চলতি বছর ৫ এপ্রিল এই ঘটনায় NIA তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এর পর আগাম জামিনের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হন ওই ঘটনায় অভিযুক্ত ৫ তৃণমূলকর্মী।
সোমবার সেই আবেদন খারিজ করে দেয় বিচারপ෴তি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে মামলা এখন যে পর্যায়ে রয়েছে তাতে অভিযুক্তদের আগাম জামিন দিলে তদন্তপ্রক্রিয়া প্রভাবিত হতে পারে।
আরও পড়ুন - BJPকে ভোট দিলে শেষকৃত্যে অংশগ্রহণ ♒করবেন না বলে মুসলিমদের হুমকি দিয়েছেন ইমামরা
বলে রাখি, এই ঘটনার তদন্তে নিহত বিজয়কৃষ্ণবাবুর স্ত্রী ৩ অভিযুক্তকে সনাক্ত করেছেন। তিনি জানান, আমার স্বামীকে বাড়ি থেকꦬে তুলে নিয়ে গিয়েছিল তৃণমূলি গুন্ডারা। বোমা মারতে মারতে নিয়ে যায় ওরা। আমি পায়ে পড়ে কান্নাকাটি করলেও ওকে ছাড়েনি। এর পর ওকে নৃশংসভাবে খুন করে। আমরা বিজেপি করি এটাই অপরাধ।