কসবায় একটি স্কুলে দশম শ্রেণির পড়ুয়ার রহস্য মৃত্যুর ঘটনায় পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। এই সংক্রান্ত মামলায় আদালত পুলিশ কমিশনারের নজরদারিতে তদন্তের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে, আদালত নির্দেশ দিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডকে দেখাতে হবে এবং ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি দেখিয়ে ওই চিকিৎসকদের মতামত নিতে হবে। পাশাপাশি মৃতের পরিবারকেও ময়নাতদন্তের রিপোর্টের🐎 প্রতিলিপি হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।
আরও পড়ুন: কস🙈বায় ছাত্রের রহস্য মৃত্যুতে সিসি ক্যামেরা ফুটেজে কী আছে? কীসের এত চাপ?
গত ৪ সেপ্টেম্বর কসবার একটি ইংরেজি মাধ্যম স্কুলের ৫ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছিল দশম শ্রেণির ওই পড়ুয়ার। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষকে দায়ী করেছিলেন ছাত্রের বাবা। তাঁর অভিযোগ ছিল, প্রজেক্ট জমা দিতে না পারার কারণে শিক্ষকরা তাকে বকাবকি করেছিলেন। তাকে কান ধরিয়ে সবার সামনে দাঁড় করিয়ে রেখেছিলেন শিক্ষক। তিনি আরও অভিযোগ কর🦋েন তার ছেলেকে পিটিয়ে খুন করা হয়েছে। এই ঘটনার পরে পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন মৃতের পরিবার। একই পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন। মৃত ছাত্রের পরিবারের আ🌞ইনজীবীর অভিযোগ, ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী ছাত্রটির শরীরে ক্ষতচিহ্ন নেই। শুধু কান থেকে রক্ত দেখা গিয়েছে। এটি মোটেই বিশ্বাসযোগ্য নয়। পরিবারের আরও অভিযোগ, তাদের সিসিটিভি ফুটেজ দেখানো হয়নি। কখন কীভাবে পড়ে মৃত্যু হয়েছে তা দেখানো হয়নি।