স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির চার সদস্যকে মঙ্গলবার🐻 দুপুরের মধ্যে সিবিআই দফতরে নিয়ে যেতে পুলিশকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিকে সিঙ্গল বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতের༺ প্রধান বিচারপতির দ্বারস্থ হলেন চার কর্তা। এই আবহে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব চার কর্তাকে ১টার সময় হাজিরা দিতে বললেন আদালতে।
এর আগে হাইকোর🌠্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিধাননগর পুলিশ কমিশনারেটকে নির্দেশ দেন, দুপুর ২টোর মধ্যে সিবিআই দফতরে নিয়ে যেতে হবে কমিটির দুই সদস্য সুকান্ত আচার্য এবং প্রবীরকুমার বন্দ্যোপাধ্যায়কে। অপরদিকে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল)-কে নির্দেশ দেন, অলোককুমার সরকার এবং তাপস পাঁজাকে সিবিআই দফতরে নিয়ে যেতে হ♒বে দুপুর ৩টের মধ্যে।
গত শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির চার সদস্যকে সিবিআই-এর দফতরে যেতে বলা হয়। কিন্তু তাঁরা হাজিরা না দিয়ে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। এই আবহে বিচারপতি অভিজিৎ গঙ্গোপ🧜াধ্যায়ের সিঙ্গল বেঞ্চ পর্যবেক্ষণ করেন, এখনও যেহেতু ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত আর্জির প্রেক্ষিতে কোনও নির্দেশ দেয়নি তাই চার কর্তাকে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। তাই মঙ্গলবার দুপুর দুটোর মধ্যে সিবিআই অফিসে হাজির থাকতে বলা হল প্রাক্তন শিক্ষামন💜্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সচিব সুকান্ত আচার্য, শিক্ষা দফতরের প্রাক্তন ওএসডি প্রবীরকুমার বন্দ্যোপাধ্যায়, শিক্ষা দফতরের প্রাক্তন ডেপুটি ডিরেক্টপ অলোককুমার সরকার ও ল অফিসার তাপস পাঁজাকে।