আদালতের আপাতত ১৭ꦐ অগাস্ট পর্যন্ত ঝুলে রইল পঞ্চায়েতের💝 বোর্ড গঠন। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিএসএফের পেশ করা রিপোর্ট ও রাজ্য নির্বাচন কমিশনের পেশ করা হলফনামা পড়ে মামলায় পরবর্তী নির্দেশ দেবেন তিনি।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের ভাগ্য আদালতের রায়ের ওপর নির্ভর করছে বলে আগেই জানিয়েছিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আদালত নির্দেশ না দিলে কোথাও পঞ্চায়েতে বোর্ড গঠন করা যাবে না বলেও নির্দেশ দিয়েছিল আদালত। বুধবার ফের ছিল সেই মামলার শ🔴ুনানি। এদিন আদালতের নির্দেশে হলফনামা পেশ করে রাজ্য নির্বাচন। তাতে তারা দাবি করেছে কমিশনের তরফে আদালতের নির্দেশ মেনে নির্বাচন পরিচালনার জন্য ৮২২ কোম্পানি আধাসেনা চাওয়া হয়েছিল। কিন্তু ভোটের দিন পর্যন্ত ৬৩৭ কোম্পানি বাহিনী পেয়েছে কমিশন। সেই সমস্ত বাহিনী বুথে বুথে মোতায়েন ছিল। এর আগে বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাইকোর্টে ১২০০ পাতার রিপোর্ট জমা দিয়েছেন বিএসএফের আ🧔ইজি।
এদিন প্রধান বিচারপতি বলেন, পঞ্চায়েত নির্বাচনে যাঁরা মারা গিয়েছেন তাদের প্রাণ ফিরিয়ℱে দিতে পারবে না আদালত। ক্ষতিপূরণ ধার্য করেও প্রাণহানির ক্ষতিপূরণ সম্ভব নয়। ✨তিনি জানান, সমস্ত রিপোর্ট পড়ে তার পর মামলার শুনানি করতে চায় আদালত। যার ফলে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হল আগামী ১৭ অগাস্ট।
বলে রাখি, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় 🤪বাহিনীকে সঠিক ভাবে মোতায়েন করা হয়নি, এই অভিযোগ তুলে কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার একাধিক অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারীসহ বিভিন্ন ব্যক্তি।