আবার এক তৃণমূল কংগ্রেস বিধায়ককে তলব করল সিবিআই। ইতিমধ𝄹্যেই তৃণমূল কংগ্রেস সরকারের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারীকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকেও জেরা করেছে সিবিআই। এবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক সওকত মোল্লাকে নিজাম প্যালেসে ডেকে পাঠাল সিবিআই।
কবে ডাকা হয়েছে তৃণমূল বিধায়ককে? সিবিআই সূত্রে খবর, বিধায়ক সওকত মোল্লাকে আগামীকাল শুক্রবার সকাল ১১টার মধ্যে কলকাতায় সিবিআইয়ের আঞ্চলিক দফতর নিজাম প্যালেসে হাজিরা দিতে নির্দেশ দেওয়𓆏া হয়েছে। অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় ডাকা হয়েছিল। আর সওকত মোল্লাকে কয়লা পাচার মা𒈔মলায় তলব করেছে সিবিআই।
ঠিক কী নির্দেশ দিয়েছে সিবিআই? নিজাম প্যালেস সূত্রে খবর, কয়লা পাচার কাণ্ডে সওকত মোল্লা🅺কে পাসপোর্ট এবং আধার কার্ড নিয়ে আ๊সতে বলা হয়েছে। এছাড়া ভোটার কার্ড, প্যান কার্ডও নিয়ে আসতে বলা হয়েছে। এ🃏মনকী তৃণমূল কংগ্রেস বিধায়কের ব্যাঙ্ক স্টেটমেন্টও, বিধায়কের নামে কোনও কোম্পানি থাকলে তারও সমস্ত নথিও🤡 আনতে বলা হয়েছে।
আজ, বৃহস্পতিবার সিবিআই নোটিশ পাঠিဣয়েছে বিধায়ক সওকত মোল্লাকে। কয়লা পাচার কাণ্ডে এর আগে যাদের জেরা করেছিল সিবিআই তাদের কাছ থেকে সওকত মোল্লার নাম মিলেছে বলে সূত্রের খবর। সেই সূত্রেই তার কোম্পানি জড়িত বলে জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তথ্যের সঙ্গে সওকত মোল্লার বক্তব্য মিলিয়ে দেখতে চাইছেন সিবিআই আধিকারিকরা।