পুর নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িসহ রাজ্যের একাধিক জায়গায় সিবিআই তল্লাশিতে বাড়তি উৎসাহী নন বিরোধীরা। এদিন প্রতিক্রিয়ায় অন্তত তেমনই বোঝালেন বাম ও বিজেপি নেতারা। স্পষ্ট করলেন সিবিআই – ইডির থেকে তাঁদের বেশি আস্থা আদালতে।এদিন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘তৃণমূল কংগ্রেস যা বলছে সেটা তো আদালতে বলতে হবে। তৃণমূলের বক্তব্য আদালত গ্রহণ করেনি। আদালত তো তদন্তের গতি বাড়াতে বলছে। আর বার বার তৃণমূলের বক্তব্য প্রত্যাখ্যান করছে আদালত’।বাম সাংসদ তথা চাকরিপ্রার্থীদের প্রধান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘তৃণমূলের নেতারা বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকবেন এটাই স্বাভাবিক। এটা জেনেও সিবিআই ও ইডি তদন্তে ঢিলেমি করছে। আদালত ভর্ৎসনা না করলে তারা নড়ে চড়ে বসতেন না। আশা করব তদন্ত দ্রুত শেষ হবে। এই তদন্ত সারদা - নারদা হবে না। আদালতে রিপোর্ট পেশ করলে বুঝতে পারব তদন্ত সঠিক পথে এগোচ্ছে কি না’।রবিবার সকাল ৯টা থেকে রাজ্যের অন্তত ১২টি ঠিকানায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি চলছে ফিরহাদ হাকিমের চেতলার বাড়ি, মদন মিত্রের ভবানীপুরের বাড়ি ও দক্ষিণেশ্বরের ফ্ল্যাটে। এছাড়া কাঁচরাপাড়া, হালিশহর, কৃষ্ণনগর, উত্তর দমদম, দমদম, নব বারাকপুর ও টাকি পুরসভার প্রাক্তন পুরপ্রধানদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই।