২০১৪ প্রাথমিক টেটের মাধ্যমে নিযুক্ত সমস্ত শিক্ষকের তথ্য প্রাথমিক শিক্ষা সংসদের কাছে চেয়ে পাঠাল সিবিআই। সিবিআইয়ের তরফে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পালকে চিঠি দিয়ে দ্রুত তথ্য তলব করা হয়েছে। আর সিবিআইয়ের নোটিশ পেয়েই তথ্য চেয়ে জেলায় জেলায় চিঠি পꦑাঠিয়েছে প্রাথমিক শিক্ষা সংসদ।
মঙ্গলবার সিবিআইয়ের তরফে পাঠানো ওই চিঠিতে ২০১৪ সালের প্রাথমিক টেটের মাধ্যমে নিযুক্ত সমস্ত 🌌শিক্ষকের তথ্য তলব করা হয়েছে। ২০২২ সালের ৮ জুন কলকাতা হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে তথ্য তলব করা হয়েছে বলে জানানো হয়েছে চিঠিতে। চিঠিতে ২০১৬, ১৭, ১৮ ও পরবর্তী বছরগুলিতে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাও চেয়ে পাঠানো হয়েছে। সমস্ত নথি নিজাম প্যালেসের ১৪ তলায় সিবিআই দফতরে জমা দিতে বলা হয়েছে। ওই শিক্ষকরা কোন স্কুলে চাকরি করেন, সিরিয়াল নম্বর, নাম, বাবার নাম, বার্থ সার্টিফিকেট, ঠিকানা ও কোন স্কুলে কাজে যোগদান করেছিলেন তা জানতে চাওয়া হয়েছে।
আর সিবিআইয়ের চিঠি পেয়ে তড়িঘড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানদের তথ্য চেয়♛ে চিঠি পাঠিয়ে🍎ছে প্রাথমিক শিক্ষা সংসদ। জরুরি ভিত্তিতে কলকাতায় এই তথ্য পাঠাতে বলা হয়েছে সেই চিঠিতে।