এবার কেন্দ্রের স্বরাষ্ট্রসচিবের সঙ্গে রাজ্যের মুখ্যসচিবের বৈঠক হতে চলেছে। কেন্দ্রীয় সরকার এখন নজরে রাখতে চাইছে রাজ্যের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তায়। ইতিমধ্যেই বিএসএফ–এর এক্তিয়ার বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ব✃ৈঠকে বসছেন রাজ্যের সঙ্গে। আগামী সোমবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক করবেন। ভার্চুয়ালি এই বৈঠক হবে বলে নবান্ন সূত্রে খবর।
ঠিক কোন বিষয়ে আলোচনা হবে? নবান্ন সূত্রে খবর, বিএসএফ ইস্যু নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আগামী সপ্তাহে শনিবার, ১৭ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে যোগ দিতে আসছেন। তার আগে রাজ্যের নিরাপত্তা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা সেরে নিতে চায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। এই রাজ্যের সীমান্তবর্তী নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে 🐷আলোচনা করার সম্ভাবনা আছে।
আর কী জানা যাচ্ছে? এর আগে ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক হওয়ার কথা ছিল গত ৫ নভেম্বর। সেটা নবান্নের সভাঘরে হওয়ার কথা ছিল🍷ꦜ। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সময় না পাওয়ায় সেই বৈঠক হয়নি। এবার তা হবে। এই কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় স্বর꧃াষ্ট্রমন্ত্রী। আর কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কাউন্সিলে পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ওডিশা, সিকিম, ঝাড়খণ্ড রাজ্য রয়েছে। তাঁদের মুখ্যমন্ত্রীরাও বৈঠকে উপস্থিত থাকবেন বলে সূত্রের🦋 খবর।
উল্লেখ্য, বিভিন্ন রাজ্যের মধ্যে আন্তঃরাজ্য সমস্যা, সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের আগে এখানকার পরিস্থিতি খতিয়ে দেখে নিতে ෴চাইছে কেন্দ্র। কারণ ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে সংশ্লি📖ষ্ট অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও হাজির থাকবেন। সেখানে যাতে সমস্ত বিষয় উত্থাপিত হয় সেটাই চাইছে কেন্দ্র। বিষয়গুলি জানিয়েও দেওয়া হবে মুখ্যসচিবকে।