ছেলেদের বিয়েতে যোগদানের জন্য প্যারোলে মুক্তির আবেদন করলেন রাজধানী এক্সপ্রেস অপহরণে অভিযুক্ত তৃণমূল নেতা ছত্রধর মাহাতো। রীতিমতো ছেলে♋দের বিয়ের কার্ড আদালতে পেশ করে প্যারোলের আবেদন জানিয়েছেন তিনি। তবে সিদ্ধান্ত জানায়নি আদালত।
আগামী ৩ জুলাই ছত্রধরের বড় ছেলে ধৃতিপ্রসাদ ও ৫ জুলাই ছোট ছেলে দেবীপ্রসাদের বিয়ে। ৬ জুলাই প্রীতিভোজ। ছেলেদের বিয়েতে উপস্থিত থাকতে নগর দা🌟য়রা আদালতে প্যাꦯরোলে মুক্তির আবেদন জানিয়েছেন তিনি। সঙ্গে দাখিল করেছেন ছেলেদের বিয়ের কার্ড।
UAPA-র ধারায় অভিযুক্ত ছত্রধরকে ২০২০ সালে জেল থেকে মুক্তি দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর পর জঙ্গলমহলে ঘাসফুল ফোটানোর দায়িত্ব দেওয়া হয় তার ওপর। ২০২১ সালের জঙ্গলমহলে ভোটগ্রহণের 𒊎রাতেই বাড়ি থেকে ফের ছত্রধরকে গ্রেফতার করে NIA. ২০০৯ সালে রাজধানী এক্সপ্রেস অপহরণ মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। তার পর থেকে ১ বছরেরও বেশি সময় জেলবন্দি রয়েছেন তিনি।