এবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মর্মে বিধানসভায় বিল পাশ হল। নিয়ম অনুযায়ী বিল পাশ হওয়ার পর তা পাঠানো হবে রাজ্যপালের কাছে। অনান্য বিশ্ববিদ্যালয়গুলির মত এখনও আলিয়া বিশ্ব⛄বিদ্যালয়ের আচার্য বা আলিয়া-ই-জামিয়া পদে রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আলিয়া বিশ্ববিদ্যালয়ের আলিয়া-ই-জামিয়ার পদ থেকে তাঁকে অপসারণ করাতে চাইছে রাজ্য। সেই মর𝓡্মে এই বিল পাশ করা হয়েছে।
গতকাল রাজ্য বিধানসভায় বিলটি পেশ করেন সংখ্যালঘু মাদ্রাসা উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্র🌱ী গোলাম রাব্বান🅷ী। স্বাভাবিকভাবেই এনিয়ে আপত্তি ছিল বিরোধীদের। তবে ভোটাভুটি হলে তাতে বিরোধীদ𒐪ের হার ছিল নিশ্চিত ছিল। তাই বিধানসভায় এদিন ধ্বনি ভোটে বিলটি পাশ হয়ে যায়। একইসঙ্গে, রিডার এবং লেকচারারদের অ্যাসোসিয়েট প্রফেসর মর্যাদা দেওয়া হয় এই বিলে।