কল সেন্টার চালিয়েই ক🍸োটিপতি হয়েছিলেন। তবে সেই টাকা সোজা পথে আসেনি। সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা লুট করেছিলেন কল সেন্টার কিংপিন কুণাল গুপ্ত। ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক বিস্ফোরক তথ্য পেয়েছে সিআইডি এবং ইডি। তদন্তকারীদের দা🎀বি, শুধুমাত্র ব্রিটেনের প্রায় ১৩ হাজার মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেছিলেন এই কল সেন্টার কিংপিন। আর এবার এই সংক্রান্ত আরও তথ্য পেতে ইন্টারপোলের সাহায্য নিল সিআইডি।
আরও পড়ুন:রুদ্ধশও্বাস অভ🐼িযানে কল সেন্টার প্রতারণা চক্রের পান্ডাকে ধরল বিধাননগর পুলিশ
তদন্তকারীরা জানতে পেরেছেন, ভুয়ো কল সেন্টার চালিয়ে একের পর এক বাড়ি, গাড়ি কিনে ফেলেছিলেন কুণাল। এমনকী বিদেশেও তার সম্পত্তি রয়েছে। শুধু তাই নয় বেশ কয়েকটি রেসের ঘোড়াও কিনেছিলেন। তিনি মূলত টেক সাপোর্ট দেওয়ার নাম করে বিদেশি নাগরিকদের কল সেন্টারেꦓর মাধ্যমে প্রতারণা চালাতেন তিনি। সম্প্রতি একের পর এক কল সেন্টারে হানা দিয়ে অনেককে গ্রেফতার করেছে সিআইডি এবং পুলিশ। সেই সূত্রে ভুয়ো কল সেন্টারের সূত্র ধরে কুণাল গুপ্তার বিষয়ে জানতে পারেন তদন্তকারীরা। এর পরেই তাকে গ্রেফতার করে। প্রথমে সিআইডি তাকে হেফাজতে নেয়। এর পরে এনফোর্সমেন্ট ডিরেক্টর কুণালকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
তদন্তকারীরা জানতে পেরেছেন, মূলত আমেরিকা এবং ব্রিটেনের নাগরিকদের তেজ সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা করতেন তিনি। ইতিমধ্যে ৩০০ জন কুণালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। তাই কুণাল সম্পর্কে আরও তথ্য পেতে ইন্টারপোলের সাহায্যে আমেরিকায় এবং ব্রিটেনের কাছে চিঠি 🅷পাঠানো হয়েছে। মূলত কি✅ভাবে প্রতারণা করা হতো কোথায় কোথায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে সেই সংক্রান্ত তথ্য জানতে চায়ছে সিআইডি।