রাজ্যের দুই উপনির্বাচনে জয় এসেছে। তার মধ্যে এই প্রথম আসানসোল লোকসভা কেন্দ্রে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। সুতরাং বিজেপিকে সরাসরি বার্তা দেওয়া গিয়েছে। আবার একটি লোকসভা আসনও বেড়ে গেল ঘাসফু𒆙ল শিবিরের। আর এই জয়কে নববর্ষের উপহার বলে উল্লেখ করে বিকেলে কালীঘাট মন্দিরে পুজো দিতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঠিক কী বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? শনিবার পুজো দিয়ে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘শান্তি–সম্প্রীতি বজায় রেখে সকলকে চলার আবেদন করব। উ🐬চ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা যেন ভাল করে পরীক্ষা দিতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। সিপিআইএম–বিজেপির অপপ্রচার সত্ত্বেও মানুষের এত আস্থা আমাদের ওপর আছে, তা দেখে ভাল লাগছে। তাই মানুষকে ধন্যবাদ জানিয়ে পুজো দিতে এলাম। আসানসোল শুধু জিতেছি নয়, রেকর্ড ভোটে জিতেছি। আমি রাজ্যের ও দেশের সাধারণ মানুষকে বলব, বিশ্🌳বাস করুন আমাদের, আমাদের উপর ভরসা রাখুন। কারও প্ররোচনায় পা দেবেন না। যা ভ্রান্ত তা উদঘাটিত হোক। ভ্রান্ত ঘটনা দিয়ে যাতে বিভ্রান্তি না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
এদিন অবশ্য উপনির্বাচনের ꦦফলাফলের পরেই ট্যুইট করে প্রতিক্রিয়া দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপ💦াধ্যায়। সেখানে তিনি লেখেন, ‘আসানসোল এবং বালিগঞ্জে তৃণমূল প্রার্থীদের জয়যুক্ত করার জন্য সমস্ত ভোটারদের জানাই অভিনন্দন। আমাদের মা–মাটি–মানুষের সরকারকে এই উষ্ণ নববর্ষের উপহার দেওয়ার জন্য আপনাদের অভিনন্দন জানাই। আমাদের ভোটারদ🐼ের স্যালুট, যে তাঁরা আমাদের উপরে ভরসা রাখতে পেরেছেন।’