আজ, বৃহস্পতিবার শুরু হচ্ౠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের দুর্গাপুজোর উদ্বোধন পর্ব। ১ সেপ্টেম্বর কলকাতার রাজপথ থেকে মিছিল করে তিনি জানিয়েছিলেন, পুজো শুরু হয়ে গেল। সেদিন ইউনেস্কোর স্বীকৃতি নিয়েই মিছিলে পা মিলিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উদ্বোধন করতে চলেছেন তিনি। তবে আজ উত্তর কলকাতা এবং সল্টলেকের কয়েকটি পুজোর উ꧅দ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বলে নবান্ন সূত্রে খবর।
উদ্বোধন শুরু হবে কোথা থেকে? আজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সল্টলেকের এফডি ব্লক, লেকটাউনের শ্রীভূমি এবং উ꧑ত্তর কলক🐽াতার টালা প্রত্যয় ক্লাবের পুজো উদ্বোধন করবেন। আজ দুর্গাপুজো উদ্বোধন শুরু হবে সল্টলেকের এফডি ব্লক দিয়েই বলে নবান্ন সূত্রে খবর।
তারপর উদ্বোধনের সূচি কেমন হবে? আগামী সপ্তাহে একাধিক পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।🀅 এমনকী বিভিন্ন জেলার একা🅷ধিক পুজো উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। সেগুলির উদ্বোধন ভার্চুয়ালি করবেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ কলকাতারও কয়েকটি পূজো ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পু𒀰জোর উদ্বোধন করার আমন্ত্রণ আরও বেশি এসেছে নবান্নে।
আর কী জানা যাচ্ছে? নবান্ন সূত্রে খবর, মহালয়ার দিন কলকাতার কয়েকটি প﷽ুজোর উদ্বোধন করতে যাবেন মুখ্যমন🎀্ত্রী। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পুজো নিয়ে রিভিউ বৈঠক করেছেন। সেই বৈঠকে বিভিন্ন জেলাগুলি থেকেও ক্লাবগুলি অংশগ্রহণ করেছিল। এবারে ৬০ হাজার টাকা করে রেজিস্ট্রার্ড ক্লাবগুলিকে অনুদান দেওয়া হয়েছে। এদিন তিনটি পুজোর উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টালা ব্রিজ উদ্বোধন করতে যাবেন।