বেশ কিছুদিন ধরেই মুখ🅠্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ পাচ্ছেন সরকারি হাসপাতালে দালালরাজ শুরু হয়েছে। এবার সেই দালালরাজ ভাঙতে স্বাস্থ্য দফতরকে দ্রুত ব্যবস্থা নিতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এক বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তর দিতে গিয়েই দালালের বিরুদ্ধে জেলা পুলিশকে জানান। স্বাস্থ্য দফতরকে কড়া বার্তা দেন। এমনকী স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যাতে রোগীরা চিকিৎসা পান, সেটিও নিশ্চিত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী? বিজ🦩েপির এক বিধায়ক সরকারি হাসপাতালে দালালের বাড়বাড়ন্তের অভিযোগ তোলেন। আর তা শুনে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেন, ‘হাসপাতালে দালালচক্র চলবে কেন? আপনারা নজর রাখুন। দালালচক্র পেলেই দ্রুত ব্যবস্থা নিন। দালাল চক্র পেলেই দ্রুত পুলিশকে জানান। স্বাস্থ্যদফতরকে বিষয়টি নজরে রাখতꦚে হবে। আমি যদি মোবাইলে মনিটরিং করতে পারি, তাহলে স্বাস্থ্যদফতর পারবে না কেন?’
ঠিক কী ঘটেছে বিধানসভায়? আজ, সরকা🥀রি হাসপাতালে দালালরাজ নিয়ে বিধানসভায় বিজেপির বিধায়ক অশোক লাহিড়ী মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন। বিধায়কের প্রশ্ন শুনে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দফতর এবং জেলা পুলিশকে বলেন, ‘দালালচক্র চলছে কি না ⛦আপনারা মনিটরিং করুন। জনপ্রতিনিধিদের বলছি, আপনারা ভাবুন। 🎃হাসপাতালে ৪০০ বেড। কিন্তু ৮০০ রোগী আসলে কি ফিরিয়ে দেবে? এত ভাল স্বাস্থ্য পরিষেবা কোথাও নেই।’
আর কী বলেছেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী এদিন স্বাস্থ্যসাথী কার্ড যাতে না ফেরানো হয়, তা নিয়েও কড়া বার্ত𝓀া দিয়েছেন। তিনি বলেন, ‘হাসপাতালে গেলে আগে প্রাথমিক চিকিৎসা দিন। অনেক হাসপ🃏াতালে আগে টাকা দিতে বলে। সবাইকে বলছি আগে চিকিৎসা দিন। স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা দিন। যারা এটা করবেন না তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। রাজ্যে মেডিক্যাল কলেজের সংখ্যা বাড়ছে। উত্তরবঙ্গে অনেক মেডিক্যাল কলেজ হচ্ছে। চার–পাঁচ দিন আগে এইচডিইউ ইউনিট তৈরি হয়েছে। বিজেপি বিধায়কদের তহবিল থেকে ১০ লক্ষ টাকা করে দেওয়ার অনুরোধ করব। আমরাও করব।’