রান্নার গ্যাস আজ একধাক্কায় দাম বাড়িয়ে দে🎐ওয়া হয়েছে। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। পেট্রল–ডিজেল–রান্নার গ্যাসের লাগাতার দামবৃদ্ধি নিয়ে ব্রিটিশদের ভারত লুটের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় কড়া ভাষায় কেন্দ্রের সমালোচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। আজ, শনিবার কেন্দ্রীয় সরকারকে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘দেশবাসীকে যন্ত্রণা দেওয়া বন্ধ করুন।’
সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকেই দেশে চড়চড়িয়ে দাম বেড়েছে পেট্রপণ্যের। তখনও গ্যাসের দাম বেড়ে ৯৭𝔍৬ টাকা হয়েছিল। এবারও একধাক্কায় রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়িয়ে দেওয়া হল। যার ফলে কলক🎶াতায় রান্নার গ্যাসের দাম এক হাজার টাকা ছাড়িয়ে গেল। এই অসনীয় পরিস্থিতি নিয়ে সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে বিজেপির তুলনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী।
ঠিক কী টুইট করেছেন মুখ্যমন্ত্রী? আজ, শনিবার টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, ‘দেশবাসীকে যন্ত্রণা দেওয়া বন্ধ করুক কেন্দ্রের মোদী সরকার। লাগাতার পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস–সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ꦍে গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে দেশে। মানুষকে বোকা বানানো হচ্ছে। সংবাদমাধ্যমকে চুপ থাকতে দেখে খারাপ লাগ🍌ছে।’
উল্লেখ্য, এই রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ২৬ টাকা করা হয়েছে। এই নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, ইউক্রেন–রাশিয়ার যুদ্ধের জন্য রান্নার গ্যাসের দাম বেড়েছে। তাঁকে পাল্টা𒈔 তুলোধনা করেছেন তৃণমূল কংগ্রেসের সহ–সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, ‘উনি কি বলেন তার কোনও ঠিক ঠিকানা নেই।’