মহালয়ার আগে থেকেই দুর্গাপুজোর উদ্বোধন করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে বিজেপি বিতর্ক তৈরি করলেও তিনি থেমে থাকেননি। আজ, মঙ্গলবার দ্বিতীয়া। ইতিমধ্যেই রাজ্যজুড়ে ২৫৩টি পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতಌা বন্দ্যোপাধ্যায়। এবার আজকে ১৬টি পুজোর উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণ কলকাতা জুড়ে গড়িয়াহাট, রাসবিহারী চত্বর–সহ নানা জায়গায় এই পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বলে খবর।
আজ কোন পুজোগুলিতে যাবেন মুখ্যমন্ত্রী? নবান্ন সূত্রে খবর, শীতলা মন্দির, আলিপুর সার্বজনীন, কোলাহল, একডালিয়া এভারগ্রীন, সিংহি পার্ক, ফাল্গুনী সংঘ, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, হিন্দুস্তান পার্ক, শিব মন্দির, মুদিয়ালি, ৬৬ পল্লী, বাদামতলা আষাঢ় সংঘ, সংঘশ্রী, মুক্তদল এবং ত্রিধারা সম্মেলনীর পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আর ত্রিধারা থেকেই রাজ্যজুড়ে একাধিক পুজোর ভার✤্চুয়াল উদ্বোধন করবেন তিনি।
আর কী জানা যাচ্ছে? কলকাতার পা✱শাপাশি জেলাগুলি থেকে পুজো উদ্বোধন করার তালিকা এসেছে। সেই তালিক💖া দীর্ঘ। ইতিমধ্যেই কলকাতার একাধিক দুর্গাপুজো তিনি উদ্বোধন করে ফেলেছেন। এদিন ভার্চুয়ালি উদ্ধোধন করবেন মুখ্যমন্ত্রী একাধিক পুজোর। বৃহস্পতিবার থেকেই পুজো উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের পর বুধবাꦫরও একাধিক পুজোর উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। বুধবার একাধিক জেলার পুজোর🍷 ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, বাংলার দুর্গাপুজো ইতিমধ্যেই ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। ১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোড়াসাঁকো থেক🍷ে রেড রোড পর্যন্ত বিশেষ শোভাযাত্রা করেছিলেন। এবার পুজো শেষে কার্নিভালও হবে রমরমিয়ে। সে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। এবার কলকাতা–সহ জেলাগুলিতেও পুজোর কার্নিভাল হবে। তবে আজ দিনভর পুজো উদ্বোধনকে ঘিরে চূড়ান্ত ব্যস্ততায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।