কয়লা পাচার মামলায় আব🔯ার জামিন পেলেন অন্য়তম অভিযুক্ত বিকাশ মিশ্র। আজ, মঙ্গলবার চারদিনের সিবিআই হেফাজত শেষে আসানসোলের বিশেষ আদালতে তোলা হলে বিকাশ মিশ্রের জামিন মঞ্জুর করেন বিচারক রাজেশ চক্রবর্তী। তবে জামিন পেলেও কলকাতা হাইকোর্টের দেওয়া সমস্ত শর্ত বহাল থাকবে বলে জানিয়েছেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক।
এদিকে সিবিআই হেফাজতে থাকাকালীন কয়লাপাচারের মাথা অনুপ মাজি ওরফে লালার মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে বিকাশ মিশ্𓂃রকে। সেখান থেকে কিছু তথ্য মিলেছে। তবে আরও তথ্য পেতেই এই তাঁদের দু’জনকে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা বলে সূত্রের খবর। যদিও, আসানসোল সিবিআই আদালতের বাইরে সংবাদ মাধ্যমে বিকাশ মিশ্রের দাবি, ‘লালার সঙ্গে মুখোমুখি জেরার ক💙থা আমার জানা নেই। এখন আমি আইনি পরামর্শ নেবো। আর এই মামলায় আমি নির্দোষ।’
অন্যদিকে আজ সিবিআইয়ের পক্ষ থেকে কেস ডায়েরি জমা দেওয়া হয় আদালতে। বিচা💯রক জানতে চান, কয়লা পা💜চারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে তদন্ত কতদূর এগিয়েছে? সিবিআইয়ের তদন্তকারী অফিসার উমেশ কুমার জানান, সুপ্রিম কোর্টে ১৮ জুলাই পর্যন্ত রক্ষাকবচ পেয়েছেন অনুপ মাঝি। বিচারক জানতে চান, সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদে কোনও বাধা আছে? সিবিআই 🧸জানায়, গত ১৩ মে বিকাশ হেফাজতে থাকাকালীন মুখোমুখি বসিয়ে লালাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অথচ বিকাশ মিশ্র সেটা অস্বীকার করছেন কেন?