সোনালি দিন আর নেই। রক্তিম সূর্য অস্তমিত। ২০১১ সালে রাজপাট গিয়েছে। তারপর নানা চেষ্টা করেও এক♏ যুগ ধরে ক্ষমতায় ফেরা যায়নি। সংগঠনও ক্রমশ ক্ষয়িষ্ণু হয়েছে। ত𝓡াই দল চালানোর খরচ জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। শুধুমাত্র পার্টি সদস্যদের চাঁদা বা লেভির উপর ভরসা করে দল চালানো যাচ্ছে না। তাই সিপিআইএম আবার রাস্তায় নেমে কৌঠো নাচিয়ে অর্থসংগ্রহের সিদ্ধান্ত নিচ্ছে।
বিষয়টি ঠিক কী ঘটেছে? সূত্রের খবর, রাজ্য সিপিআইএমের কোষাগার এখন কার্যত ঢুঢু কোম্পানি। আয় বাড়েনি। কিন্তু খরচ রয়ে গিয়েছে। কাঁটছাঁট করেও খরচ আয়ত্তে আনা যায়নি। জমানো টাকার সুদ ব্যবহার করে খরচের ধাক্কা সামাল দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে নয়াদিল্লির পার্টি সেন্൲টারে কমবেশি ৫০ লক্ষ টাকা দিতে হবে দলের নিয়ম মেনে। তাই এবার মেগা গণসংগ্রহের পরিকল্পনা করেছে সিপিআইএমের রাজ্য নেতৃত্ব।
ঠিক কী নির্দেশ দেওয়া হয়েছে? দলীয় সূত্রে খবর, সব জেলাকে এবার পথে নেমে গণসংগ্রহের মাধ্যমে মোট এক কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন বিমান বসু, মহম্🔯মদ সেলিমরা। আগামী পুজোর আগেই এই টাকা জো𒆙গাড়ের জন্য জেলা নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে। আগে নানা ইস্যুকে সামনে রেখে দল অর্থ সংগ্রহের কাজ করেছে। সিপিআইএমের তহবিলে টান পড়লে গণসংগ্রহ আগেও হয়েছে। তাই এই পথকেই বেছে নেওয়া হচ্ছে। তবে এই প্রথম এক কোটি টাকা সংগ্রহে𒅌র লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে।