সংগঠনে গতি আনতে তারুণ্যের 🌊আমদানি ডানা ছাঁটা হতে পারে সিপিআইএম-এর প্রবীণ নেতাদের। রাজ্য এবং এরিয়া কমিটির সদস্যদের বয়সের গণ্ডি টেনে দিতে চলেছে আলিমুদ্দিন। বৃহস্পতিবার থেকে কলকাতায় শুরু হয়েছে সিপিআইএমের রাজ্য কমিটির বৈঠক। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আলোচনা হয়েছে দলীয় কমিটির সদস্যদের বয়সসীমা বেঁধে দেওয়ার বিষয়ে। রাজ্য কমিটিতে ৭২ এবং এরিয়া কমিটির সদস্যদের সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর করার কথা ভাবছে সিপিএম। চলতি সম্মেলন শেষ হলেই আমূল পরি൲বর্তন দেখা যেতে পারে সিপিএম-এর। এই বয়সসীমা লাগু করা হলে সরে দাঁড়াতে হবে বিমান বসু, সূর্যকান্ত মিশ্রদের।
বৈঠকের শুরুতেই ওঠে 'বিজেমূল' শব্দটি প্রচারে প্রয়োগের বিষয়টি।🍨 সীতারাম ইয়েচুরি প্রশ্ন করেন, কার অনুমতিতে বিজেমূল শব্দ প্রচারে ব্যবহার করা হয়েছিল? তাতে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র স্বীকার করে নেন যে তৃণমূল এবং বিজেপিকে এক আসনে বসিয়ে ভুল করেছে দল। ভবিষ্যতে প্রচারে বিজেমূল কথা ব্যবহার হবে না বলে জানিয়েছ আলিমুদ্দিন।
কেন্দ্রীয় কমিটির সদস্য থাকার জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৭৫ করার পরিকল্পনা করছে সিপিএম। কেন্দ্রীয় নেতৃত্বের এই প্রস্তাবের পথে হেঁটে রাজ্য স্তরেও বয়সসীমা বাঁধতে চলেছে আলিমুদ্দিন। এদিকে এই বিষয়ে আলোচনার সময়꧅ নাকি বৈঠক উত্তপ্ত হয়। একাধিক রাজ্য কমিটির সদস্য ক্ষোভে ফেটে পড়েন। তাদের অধিকাংশের বক্তব্য, সংগঠনে নতুন রক্ত সঞ্চার জরুরি। নতুন মুখকে স্বাগত। কিন্তু নবীন এবং প্রবীণের ভারসাম্য না থাকলে সংগঠনের ক্ষেত্রে তা ক্ষতিকর হতে পারে।