সকালে টুইট করে কুণাল ঘোষ প্রশ্ন করেছিলেন ২২ লাখ টাকার গাড়ি নিয়ে ঘোরেন শতরূপ ঘোষ। সেই টাকা তিনি পেলেন কোথা থেকে? তার ঠিক কয়েক ঘণ্টার মধ্যে আলিমুদ্দিন স্ট🦂্রিটে সাংবাদিক বৈঠকে করে টাকার উৎস জানালেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। জানালেন, ২২ লাখি গাড়ি তাঁর বাবার টাকাতেই কেনা।
সাংবাদিক বৈঠকে শতরূপ জানান, তাঁর নামে গাড়ি কেনা হলেও টাকার পুরোটাই দিয়েছেন তাঁর বꩲাব শিবনাথ ঘোষ। দামের সিংঘভাগ খরচই করা হয়েছে চেকের মাধ্যমে। কিছু টাকা নগদে দেওয়া হয়েছে। সাংবাদিকদের সামনে খরচের রশিদও দেখান সিপিএম নেতা। কোন ব্যাঙ্ক থেকে কত টাকা খরচ করা হয়েছে তাও জানিয়েছে। বাবার ফিক্সড ডিপোটের পরিমাণও জানিয়েছেন তিনি।
(পড়তে পারেন। সিপিএমের হোলটাইমার ২২ লাখের গাড়ি কিনল কী করে? শতরূপকে টুইট🅠 খোঁচা কুণালের)
গাড়ি কেনার খরচের খতিয়ান দিয়ে শতরূপ বলেন, 'এর পরেও যদি তৃণমূলের কোনও অনিয়ম চোখে পড়ে তবে আইনি পদক্ষেপ করতে পারে। আমি কার টাকায় গাড়ি চড়ব তৃণমূল ঠিক করে🀅 দিতে পারে না।'
🀅তবে কুণালের নীতিগত প্রশ্ন ছিল, একজন সর্বহারাদের🥃 দলের নেতা, তিনি কোন নীতিতে ২২ লাখ টাকা দামের গাড়ি চড়েন? সে প্রশ্নের উত্তর অবশ্য সাংবাদিক বৈঠকে দেননি শতরূপ।