রাজ্যে পুরসভা নির্বাচনের প্রাক্কালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে হতে চলেছে এক ক্রিকেট প্রতিযোগিতা। কিন্তু সেটা হবে উত্তর কলকাতায়। যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র নয়। সেখানে হঠাৎ এই প্রতিযোগিতা হচ্ছে কেন? এমন প্রশ্নও উঠতে শুরু করেছে। এটা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র। এই নিয়ে কানাঘুষো শুরু হয়েছে।কবে থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা? জানা গিয়েছে, তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। ফেব্রুয়ারি মাসের ২৪–২৭ তারিখে পর্যন্ত হবে এই প্রতিযোগিতা। আগামী ২৭ তারিথ রাজ্যের বাকি পুরসভাগুলির ভোট। তাই সবাইকে উজ্জীবিত করতেই হবে ক্রিকেট প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি কাপ ২০২২। এখানেই প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দিলে কী কর্মীরা উজ্জীবিত হতো না? এই প্রশ্নের সরাসরি কেউ উত্তর দেননি। তবে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে প্রতিযোগিতা হলেও ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকছে। তাতে আরও বিতর্ক বেঁধেছে। দলের সুপ্রিমোর ছবি দিয়ে কী করে সাংসদের নামে প্রতিযোগিতা হয়? এই বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক এক যুব তৃণমূল নেতা বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একজন নেতা যিনি বিভেদের রাজনীতির ঊর্ধ্বে উঠে নিজেকে সর্বস্তরে গ্রহণযোগ্য করে তুলেছেন। তাই তাঁর নাম সামনে রেখেই আমরা সম্প্রীতির ডাক দিয়েছি। আর খেলা হচ্ছে সম্প্রীতির সবচেয়ে বড় বন্ধন।’উল্লেখ্য, অভিষেকের সাম্প্রতিক নানা সিদ্ধান্ত নিয়ে দলের অন্দরে অনেকে ক্ষেপে গিয়েছিলেন। এক ব্যক্তি এক পদ নীতি অনেকে মেনে নিতে পারেননি। আইপ্যাকের বাড়বাড়ন্ত নিয়েও অনেকে উষ্মাপ্রকাশ করেছিলেন। তাই তৃণমূলনেত্রী সব পদ অবলুপ্ত করে দেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন অভিষেক। এখন সেই পদ নেই। এই টানাপোড়েনের মধ্যে তাঁর নামে প্রতিযোগিতা নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।