বর্তমানে অনলাইনে প্রতারণা বা সাইবার প্রতারণা বাড▨়ছে। নতুন পদ্ধতিতে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে সাইবার প্রতারকরা। মানুষকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে চলছে সাইবার ক্রাইম। এবার টেলিগ্রাম ও ভাইবারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেও সাইবার প্রতারণা চালাচ্ছে দুষ্কৃতীরা। সম্প্রতি পুলিশের কাছে এ বিষয়ে দুটি অভিযোগ এসেছে। ত𒐪াতে এই দুটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যাবহার করে প্রতারণা চালিয়েছে সাইবার প্রতারকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনলাইন ℱপ্রতারকরা টেলিগ্রাম এবং ভাইবারের মাধ্যমে বি𒅌টকয়েন বিনিয়োগ করার জন্য নেটিজেনদের প্রলোভিত করছে। আর তারপরেই তাদের⛄ কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করছে। এরকমই প্রতারণার শিকার হয়েছেন বাগুইআটি ও বালিগঞ্জের দুই বাসিন্দা। ৩৫ বছর ব𝕴য়সি মনু কুমার নামে বাগুইআটির ওই বাসিন্দা সাইবার প্রতারকদের প্রলোভনে পা দিয়ে প্রায় ১৫ লক্ষ টাকা খুইয়েছেন। তিনি জানান, গত ১৭ নভেম্বর টেলিগ্রামে একটি গ্রুপে তাঁকে যুক্ত করা হয়।
এরপরে সেখানে একজন গ্রুপ অ্যাডমিন তাঁকে কেটি সিডেল নামে একটি অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলে টেলিগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করার পরামর্শ দেন। সেইমতো তিনি দুটি অ্যাকাউন্ট লিঙ্ক করেন। পরে সেখানে বিটকয়েনের মাধ্যমে টাকা বিনিয়োগ করতে বলা হয়। প্রথমে অল্প টাকা বিনিয়োগ করে বেশ🍨 লাভ করছিলেন মনু। কিন্তু সেই টাকা তুলতে গেলে তারা ৫০ শতাংশ কমিশন দাবি করে বলে অভিযোগ। পরে আরও বেশ কিছু টাকা দাবি করে প্রতারকরা। এইভাবে তিনি ১৪ লক্ষ ৯০ হাজার টাকা খুইয়েছেন বলে অভিযোগ।
অন্যদিকে, বালিগঞ্জের বাসিন্দা টেলিগ্রামের মাধ্যমে বিটকয়েনের বিনিয়োগ করে ২ লক্ষ টাকা খুইয়েছেন বলে অভিযোগ। নয়া এই সাইবার প্রতারণা নিয়ে সাধারণ নাগরিকদের সতর্ক করছেন কলকাতা পুলিশ ও সিআইডির গোয়েন্দারা। কেউ এই ধরনের কোনও টেলিগ্রাম অ্যাকাউন্টে যুক্ত হলেই পুলিশের কাছে 🐻দ্বারস্থ হওয়ার পরামর্শ দিচ𒊎্ছেন তদন্তকারীরা।