বুধবার কলকাতার উপর দিয়ে বয়ে গিয়েছে ভয়াবহ ঘূর্ণিঝড় আমফান। তুফানি তাণ্ডবের জেরে শহরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।তীব্র ঝড় সঙ্গে নাগাড়ে বৃষ্টিতে বিকেল থেকে মাঝরাত পর্যন্ত ব্যাহক হয় মহানগরের জনজীবন। আমফানের প্রস্তুতি নিয়ে দুপুরে নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, প্রাকৃতিক দুর্যোগে প্রয়োজনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে। তাঁর নির্দেশ মেনেই ঝড়ের গতি বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতায় একাধিক অঞ্চলে সাময়িক বন্ধ করা হয় বিদ্যুৎ সংযোগ। ফুলবাগানে ঝড়-বৃষ্টির জেরে রাস্তার পাশে সিইএসসি-র ট্রান্সফর্মারে শর্ট সার্কিট দেখা দিলে অনবরত বিস্ফোরণ শুরু হয়। ট্রান্সফর্মার থেকে তীব্র বেগে রাস্তায় আগুনের ফুলকি ছড়িয়ে পড়তে থাকলে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। গোটা অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।খবর পেয়ে পরে সিইইএসসি কর্মীরা এসে ট্রান্সফর্মারে প্রয়োজনীয় মেরামতির কাজ সম্পূর্ণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।