অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে গ্রেফতারের দিনই কয়লা পাচার মামলায় আরও ১৪ দিন স্বস্তি পেলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। 💛১০ মে পর্যন্ত শুনানি স্থগিত হয়ে যাওয়ায় ওই সময় পর্যন্ত রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না ইꦏডি।
কয়লা পাচার মামলায় রাজ্যের মন্ত্রী মলয় ঘটকে দিল্লিতে তলব করেছে ইডি। সেই হাজিরা এড়ানোর জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মন্ত্রী। বুধবার ছিল সেই মামলার শুনানি। দিল্লি হাইকোর্টে মন্ত্রী-বিধায়কদের নির্দিষ্ট বেঞ্চে এই মামলার শুনানি হয়। এর আগের শুনানিতে আদালত ইডির বক্তব্য জানতে চায়। এ দিন ইডির আইনজীবীরা মলয় ঘটকের বিরুদ্ধে হলফনামা আদালতে জমা দেন। তবে আদাল⭕ত আগামী ১০ মে পর্যন্ত শুনানি স্থগিত করে দিয়েছে। এর ফ🐟লে মন্ত্রী মলয়ের রক্ষা কবচের মেয়াদও বাড়ল।
প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় একাধিকবার মলয়কে দিল্🍨লিতে তলব করে ইডি। ২৩ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য মলয় ঘটকের সঙ্গে তাঁর আপ্ত সহায়ককেও ডাকা হয়। কিন্তু সে দিন হাজিরা এড়িয়ে যান তিনি। তাঁকে রাজধানীতে তলব করার বিরুদ্ধে দিল্লি হাইᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚকোর্টের দ্বারস্থ হন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, জিজ্ঞাসাবাদের সময় তাঁকে গ্রেফতার করা হতে পারে। দিল্লি হাইকোর্ট মন্ত্রীকে রক্ষাকবচ দেয়। দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়। এবারও শুনানি পিছিয়ে যাওয়ায় তাঁর রক্ষা কবচের মেয়াদ আরও ১৪ দিন বাড়ল।
(পড়তে পারেন। 𝓡জীবনকৃষ্ণের মোবাইলে এটা কার কণ্𒁏ঠস্বর? ১০০টি অডিও ফাইলের খোঁজ পেল CBI)
কয়লাপাচার কাণ্ডে বেশ কয়েকজন ইসিএল আধিকারিককে গ্রেফতারের পর আইনমন্ত্রী বিরুদ্ধে তদন্তে নামে সিবিআই। গত বছর সেপ্টেম্বর মাসে কলকাতা ও আসানসোলে মলয় ঘটকের একাধিক বাড়িতে হানা দেয় তদন্তকারী সংস্থা। এই মামলার তদন্তে যুক্তꦬ হয় ইডিও। তারাও তদন্ত শুরু করে মন্ত্রীর বিরুদ্ধে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করা হয়। কিন্তু তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। উচ্চ আদালতে তাঁর রক্ষা কবচের মেয়াদ বাড়ায় আপাতত কিছুদিন স্বস্তিতে মলয় ঘটক।