সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানের পাশাপাশি এবার 'দুয়ারে সরকার' ক্যা🅠ম্পেই মিলবে দাঁতের সমস্যার সমাধানও। সম্পূর্ণ বিনামূল্যে পাওඣয়া যাবে এই পরিষেবা। রাজ্য স্বাস্থ্য দফতর থেকে এক নির্দেশিকা জারি করে 'দুয়ারে সরকার' ক্যাম্পে দাঁতের চিকিৎসা পরিষেবা রাখার কথা বলা হয়েছে।
স্বাস্থ্য দফতরের জারি করা নির্দেশিকাꦅয় বলা হয়েছে, প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা এবং মেডিক্যাল কলেজে শীর্ষ আধিকারিকরা মিলে এই পরিষেবা দেখভাল করবেন। প্রতিটি ক্যাম্পে দু'জন করে ডেন্টাল সার্জেনও উপস্থিত থাকবেন। তাঁদের তত্ত্বাবধানেই চিকিৎসা হবে দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে। 💦এর ফলে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ তাঁর নিজের এলাকাতেই দাঁতের চিকিৎসা পেয়ে যাবেন।
কলকাতার ক্ষেত্রে ক্যাম্পে রাখা হবে 🍸মোবাইল ডেন্টাল ক্লিনিক ভ্যান। ১৪৪টি ওয়ার্ডের সবকটিতেই এই ভ্যান পৌঁছে যাবে।
করোনা অতিমারির জন্য বেশ কিছুদিন বন্ধ ছিল দুয়ারে সরকার প্রকল্প। ফের তা শুরু হয়েছে। ২৫টি পরিষেবার সঙ্গে এ বার দু'টি নতুন পরিষেবা যুক্ত করা হয়েছে। এর আগে চোখের চিকিৎসার পাশাপাশি বিভিন্ন পরিষেবা পা🔯ওয়া যেত ক্যাম্পে। এ বার যুক্ত হচ্ছে দাঁতের চিকিৎসা। সরকারি পোর্🃏টালের তথ্য অনুযায়ী সোমবার পর্যন্ত রাজ্য ১৫,১৪৪টি দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে।