করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিধানসভার ডেপুটি স্পিকার ও ঝাড়গ্রামের দু’বারের বিধায়ক সুকুমার হাঁসদা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। করোনা আক্রান্ত হওয়ার পর একাধিক সমস্যা নিয়ে ১০ অক্টꦿোবর তিনি ভর♒্তি হন অ্যাপোলো হাসপাতালে। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত রাজ্যের এই প্রাক্তন মন্ত্রীর।
সুকুমার হাঁসদার প্রয়াণে এদিন টুইট করে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের🌼 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, তাঁকে শ্রদ্ধা জানাতে আজ হাসপাতালে যাবেন বিধানসভার মার্শাল। করোনা পরিস্থিতিতে এই মুহূর্তে কোনও শোকপ্রকাশ অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। পরে বিধানসভা খোলা হলে আনুষ্ঠানিকভাবে শোক জ্ঞাপন ও শ্রদ্ধানুষ্ঠান করা হবে।
২০ဣ১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রীর দায়িত্ব পালন করেন পেশায় চিকিৎসক সুকুমার হাঁসদཧা। পরের বার বিধানসভা নির্বাচনে তিনি জিতলেও তাঁকে আর মন্ত্রিসভায় রাখা হয়নি। ২০১৮ সালে প্রাক্তন ডেপুটি স্পিকার হায়দার আজিজ সাফির মৃত্যু হলে সেই পদ লাভ করেন সুকুমার হাঁসদা।