লর্ডসের মোড়ে সান্ধ্যবাজারে ভয়াবহ আগুন। আগুন🌠ে অন্তত ১০-১২টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে। যান চলাচল নিয়ন্ত্রণ করা হল। স্থানীয়রাই প্রথমে আগুন নেভান♎োর কাজ করেন। তারাই দমকলকে খবর দেন। এরপর একের পর এক দমকলের গাড়ি ঘটনাস্থলে আসতে শুরু করে। স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে চলে আসেন। আপাতত দোকানের মধ্য়ে যে আগুন জ্বলছে ধিকি ধিকি তা নেভানোর চেষ্টা করা হচ্ছে।
২০১৯ সালে এখানে আগুন লেগেছিল। তার আগে ২০১৬ সালেও এখানে আগুন লেগেছিল। তখনও অন্তত ১৭ℱট𓆉ি দোকান পুড়ে গিয়েছিল। ফের আগুন লাগল ২০২৪ সালে। এদিকে বাজারের কাছেই একাধিক বহুতল রয়েছে। সেখানেও ব্যপক আতঙ্ক ছড়ায়।
এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, বᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚার 🔜বার একই বাজারে আগুন লাগনে। এদিন কীভাবে আগুন লেগেছিল তা বোঝা যায়নি। তবে দমকলের একের পর এক ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে।
দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের মধ্য়ে প্রচুর♎ আতঙ্ক ছড়ায়। সব মিলিয়ে ১৬টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। কালো ধোঁয়ায় চারদিক ঢেকে যায়। ব্যবসায়ীদের দাবি, প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে।