বৈদিক ভিলেজ রিজর্টে আজ থেকে শুরু হচ্ছে বঙ্গ বিজেপির চিন্তন শিবির। এই শিবিরে দলীয় নেতাদের প্রশিক্ষণ দেওয়া হবে। তৃণমূলের দাবি, তিন দিনের এই অনুষ্ঠানের জন্য বিজেপির তরফে খরচ করা হচ্ছে প্রায় ২ কো꧑টি টাকা। এই শিবিরে থাকার কথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমানে দলের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। তবে দিলীপ ঘোষের বক্তব্য, ‘পুরো সূচি কী আছে আমার জানা নেই।’
সাম্প্রতিককালে বিভিন্ন ইস্যুতে মুখ খুলে দলকে অস্বস্তিতে ফেলেছেন দিলীপ ঘোষ। সিবꦫিআই-এর বিরুদ্ধে সুর চড়িয়ে সরাসরি দিল্লি থেকে ‘ধমক’ খেতে হয়েছে তাঁকে। তবে তিনি নির্বিকার। এই আবহে শিবির নিয়ে তাঁর বক্তব্য, ‘আমি জানি না, পঞ্চায়েত নিয়ে নিশ্চয়ই হবে হয়ত। রাজনৈতিক পার্টির সম্মলেন যখন, তখন নিশ্চয়ই রাজনীতি এবং নির্বাচন আলোচনার বিষয় থাকবে।’ দিলীপ বলেন, ‘দেশের সব জায়গাতেই এই ধরনের শিবির হতে থাকে, এটা একটা প্রক্রিয়া। কার্যকর্তাদের দলের আদর্শ, বি🐼চারধারা সম্বন্ধে জ্ঞান দেওয়া এবং কেন্দ্রে মোদীজির সরকার যে কাজ করছে, তার সাফল্যের বিষয়ে তাঁদের অবগত করা হয়ে থাকে এই শিবিরে।’
এদিকে জানা গিয়েছে, তিনদিনের শিবিরের জন্য, বিজেপির তরফে বুক করা হয়েছে ১৫০টি কটেজ। এই আবহে দিলীপ ঘোষ বলেন, ‘আমরা আগেও হোটেলে এই ধরনের কর্মসূচি করেছি। বিশেষ কোনও অনুষ্ঠানের জন্য বিশেষ জায়গার প্রয়োজন পড়ে।’ এদিকে বিজেপির এই শিবিরকে তৃণমূল কটাক্ষ করেছে ‘রিজর্ট রাজনীতি’ আখ্যা দিয়েছে। এই আবহে তৃণমূলকে তোপ দেগে দিলীপ বলেন, ‘তৃণমূলের এই ধরনের অনুষ্ঠানের দরকার নেই। ওরা সিন্ডিকেট আর কাটমানির জন্য প্রশিক্ষণ নেয়।’ এদিকে দুই কোটি টাকা খরচের বিষয়টি মানতে চাননি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘আমরা সব জায়গায় খোঁজখবর ন✅িয়েছিলাম বৈদিক ভিলেজেই সবথেকে কম খরচে আমরা শিবিরটা করতে পারছি।’