দিল্লি থেকে কলকাতা পৌঁছেই হাথরস কাণ্ড নিয়ে বিরোধীদের আক্রমণ করলেন দিলীপ ঘোষ। সঙ্গে বললেন, ওই ঘটনায় দোষীদের কঠোর শাস্তি হবে। শুক্রবার দিল্লিতে দলের গুরুত্বপূর্ণ বৈঠক সেরে কলকাতায় ফেরেন দিলীপবাবু। আর বিমানবন্দরেই ধর্ষণ নিয়ে আক্রমণ শানান তৃণমূল সরকারকে।এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘যারা রাজনীতি করছেন তারা একটু দেখুন বাংলায় কী হচ্ছে। সারা দুনিয়ার জঙ্গি এখান থেকে ধরা পড়ছে। যেখানে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়। তার পরও এখানে শান্তি রয়েছে বলে মনে হয়? পশ্চিমবঙ্গে শ্মশানের শান্তি বিরাজ করছে। পাড়ায় পাড়ায় খুন ধর্ষণ হচ্ছে।’দিলীপ ঘোষ জানান, হাথরস কাণ্ডের যথাযথ তদন্ত করছে সেখানকার সরকার। দোষীদের শাস্তি হবেই। এদিন তৃণমূলের সঙ্গে জড়িয়ে কংগ্রেসকেও আক্রমণ করেন দিলীপবাবু। ছাড়েননি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকেও। বলেন, ‘তৃণমূলের বিরুদ্ধে কথা বলার হিম্মত কংগ্রেস নেতাদের নেই। তৃণমূলের বি-টিম কংগ্রেস।’ অধীরবাবুকে কটাক্ষ করে তিনি বলেন, ‘দিল্লি থেকে নির্দেশ এলেই উনি দিদিমণির বাড়ি গিয়ে চা খেয়ে আসবেন। ওনার সমস্ত আন্দোলন লোক দেখানো।’বলে রাখি, বৃহস্পতিবার দিল্লিতে জেপি নড্ডার বাসভবনে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন দিলীপ। সেই বৈঠকে আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি দিলীপবাবুর নেতৃত্বেই লড়বে বলে সিদ্ধান্ত হয়েছে।