মঙ্গলবার কলকাতা বইমেলা গিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সারি সারি বইয়ের স্টল। একঝাঁক কর্মী সমর্থকদের সঙ্গে বইমেলা চত্বরে ঘুরছেন দিলীপ ঘোষ। তবে অনেকের মতে রাজ্য সভাপতির চেয়ার চলে যাওয়ার পরে বাংলার রাজনীতিতে দিলীপ ঘোষের দিক থেকে নাকি প্রচারের 🐈আলো অনেকটাই কেড়ে নিয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। তবুও বাংলার রাজনীতিতে এখনও বিরোধী মুখ বলতে দিলীপ ঘোষের বিকল্প বিশেষ পাওয়া যায় না। আর সেই শাসকদলের কট্টর বিরোধী দিলীপ ঘোষকেই একেবারে ডাকাডাকি করা হল তৃণমূলের স্টল জাগো বাংলার স্টল থেকে। কে ডাকলেন জানেন? খোদ দোলা সেন।
'দোলা দি নমস্কার।' একথা বলে হাত নাড়লেন দিলীপ ঘোষ। আর অপর প্রান্ত থেকে ভেসে এল ডাক। দোলা সেনের ডাক। ‘একবার আসুন।’ হাত নাড়লেন দিলীপ ঘোষ। ফের ভেসে এল ডাক, ‘একবার আসুন।’ একেবারে তৃণমূলের🍒 মুখপত্র জাগো বাংলার স্টল থেকে। ‘একবার আসুন।’ দিলীপ ঘোষ বললেন, ‘আপনার গান শুনতে আসব।’ এগিয়ে গেলেন দিলীপ ঘোষ। আরও দূরে সরে যেতে থাকে জাগো বাংলারᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ স্টল। কিন্তু এই আহ্বান শুনে মুচকি হেসেছেন অনেকেই। তবে মেলায় আসা অনেকের মতে, বাংলায় এই রাজনৈতিক সৌজন্যতাবোধটাই হারিয়ে যেতে বসেছে। রাত পোহালেই পুরভোটের গণনা। হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবেন বিরোধীরা। কিন্তু তারপরেও কি ফিকে হবে এই আহ্বান? একবার আসুন !