সেই রাতে আরজি করে পুলিশ পোস্টিং ছিল। কিন্তু তারপরেও কেন এই ঘটনা হল? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ইতিমধ্যেই সিবিআই আরজি কর আউটপোস্টের পুলিশকর্মীদের জেরা করেছেন। তবে ফের তাদের একাংশকে তলব করা হয়েছে। মূলত সিবিআই জানতে চাইছে সেই রাতে পুলিশ কী জানতে পেরেছিল? স্বাস্থ্য কর্তাদের ফোন করার পরে তাঁদের তরফে প্রতিক🧜্রিয়া কেমন ছিল?
তবে সূত্রের খবর, আরজি করে তখনও পড়েছিল চিকিৎসকের দেহ। সেই সময় পুলিশ এক স্বাস্থ্যকর্তাকে বার বার ফোন করে ডাকেন। কিন্তু তিনি দেখে নিচ্ছি বলে ফোন কেটে দেন। আউটপোস্টে থাকা পুলিশকর্মীদের কাছ থ🐼েকে এমন তথ্যই পেয়েছে সিবিআই।
এদিকে হাসপাতালের নিরাপত্তারক্ষীদের কাছ থেকে পুলিশ ফোন পেয়েছিল। এরপরই পুলিশ সেখানে যায়। আউটপোস্টের পুলিশ টালা থানায় খবর পাঠায়। হাসপাতালের এক উপরতলার আধিকারিককেও তারা ফোন করেন। প্রথমে তিনি বলেন লোক পাঠাচ্ছেন। দেখে নিচ্ছেন। তাকে সেখানে আসার জন্য বলেছিল পুলিশ। কিন্তু মিনিট দশেক পরেও তিনি বা তার কোনও প্রতিনিধি সেখানে আসেননি। এরপর ফের তাকে ফোন করা হয়েছিল। আর তখনই তিনি বলেন, আমি বুঝে নিচ্ছি, আপনাদের ভাবতে হবে না। কিন্তু তারপღরেও তিনি বুঝতে আসেননি। পরে ফের ফোন করা হয় তাঁকে। তখন তিনি ফোন কেটে দেন।