আর বাকি ১২ দিন। তারপরই রা🧔জ্যজুড়ে শুরু হয়ে যাবে দুর্গাপুজো। সুতরাং তখন যদি বিদ্যুতের ঘাটতি দেখা দেয় তাহলে আলোর রোশনাইয়ের পরিবর্তে আঁধার নামবে উৎসবে। এটা যাতে না হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে। তাই বিদ্যুৎ পরিষেবায় গতি আনতে এবার নতুন উদ্যোগ নিল রাজ্য বিদ্যুৎ দফতর। হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। আর দুর্গাপুজোর জন্য খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুম খোলা থাকবে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত। একইসঙ্গে দুর্গাপুজোয় নীরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে সব অফিসার এবং কর্মীদের ছুটি বাতিল করল বিদ্যুৎ দফতর। রাজ্য সরকারের পক্ষ থেকে সে কথা জানালেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।
এদিকে বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী। আর তখনই অরূপ বিশ্বাস দুর্গাপুজো এবং গোটা উৎসবের মরশুম জুড়ে বিদ্যুৎ দফতর কর্মী–অফিসারদের ছুটি বাতিল করার কথা ঘোষণা করেন। বাংলা জুড়ে নীরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেব🍬া অটুট রাখার জন্য বিদ্যুৎভবন থেকে দুর্গাপুজোর কন্ট্রোল রুম এবং হোয়াটসঅ্যাপ পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ‘প্রত্যেকবারের মতো এবারও বিদ্যুৎ দফতর রাত–দিন নিজেদের দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর থাকবে। দুর💙্গাপুজোর দিনগুলিতে বিদ্যুৎ দফতরের সকল কর্মী ও অফিসার প্রস্তুত থাকবেন পরিষেবা প্রদান করার জন্য। বিদ্যুৎ দফতরের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে।’
আরও পড়ুন: ‘দ্রুতই চালু হবে রাত্তিরের সাথী অ্যাপ’, নবান্নে বৈঠকের পর বড় ঘোষণা করলেন মমতা
অন্যদিকে দুর্গাপুজো কন্ট্রোল রুমের দুটি নম্বর প্রকাশ্যে আনা হয়েছে। সেগুলি হল— ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪। আর হোয়াটসঅ্যাপ নম্বর—৮৪৩৩৭১৯১২১। তবে সিইএসসি ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ নম্বর চালু করে বিশেষ পরিষেবা দিচ্ছে। এবার ডব্লুবিএসইডিসꦛিএল একই পথে পরিষেবা দিতে চলেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে গ্রাহকরা বিল সংক্রান্ত তথ্য, বিল দেখা, বিলের কপি ডাউনলোড করা, বিল পেমেন্ট করার সুবিধা, নতুন কানেকশনের জন্য আবেদন করা, ‘ন🦩ো পাওয়ার’ কল ডকেট করাও বিদ্যুৎ সুরক্ষা সংক্রান্ত সতর্কবিধির বিষয়ে এখন থেকে জানতে পারবেন।
এছাড়া সরাসরি কথাও বলতে পারবেন সমস্যা নিয়ে। বিদ্যুতের চাহিদা বেশি থাকে দুর্গা পুজোর সময়। কারণ একাধিক পুজোমণ্ডপ তখন বিদ্যুৎ টানে। শহর থেকে জেলা এখন থিমের পুজোতে মাতোয়ারা। আলোকসজ্জা সেখানে বাড়তি আকর্ষণ। তাই বিদ্যুতের প্রয়োজন হয়। এই বিষয়ে বিদ্যুৎমন্ত্রীর বক্তব্য, ‘সব দুর্গাপুজো সংগঠকরা যেন বিদ্যুৎ দফতর থেকে চাহিদা অনুযায়ী সঠিক সংযোগ নেন। বিদ্যুতের তারের ঠিক নীচে কোনও প্যান✱্ডেল যেন করা হয়। একইসঙ্গে বিদ্যুতের জন্য আইএস বর্ণিত মানের কেবল যেন ব্যবহার করা হয়। ছেঁড়া বা খোলা তার যেন ব্যবহার করা না হয়। মণ্ডপের ভিতরে মূল সংযোগ স্থাপনকারী তারগুলি পিভিসি পাইপের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। মণ্ডপের বিদ্যুৎ সংযোগে ব্যবহꦅৃত ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বোর্ডে উন্নতমানের ফিউজ তার ও মেইন সুইচ ব্যবহার করতে হবে।’