নিম্নচাপের বৃষ্টির জেরে নতুন করে জল ছাড়ল ডিভিসি। বৃহস্পতিবার সকাল থেকে পাঞ্চেত, মাইথন ও দুর্গাপুর ব্যারাজ থেকে নতুন করে জল ছাড়া হয়েছে বলে ডিভিসির তরফে জাꦿনানো হয়েছে। এর ফলে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যাপরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে আরও জল ছাড়তে হতে পারে ডিভিসিকে।
আরও পড়ুন - পুজোর মধ্যেও আরজি কর নিয়ে পথে থꦇাকবে বিজেপি, উপায় বাতলে দিলেন শুভেন্দু
পড়তে থাকুন - 'ট্রাম উঠে যাচ্ছে না'🐬! কীভাবে? ফেসবুকে বোঝালেন দেবাংশু
নিম্নচাপের জেরে ভারী বর্ষণের ফলে গত ১৭ সেপ্টেম্বর থেকে জল ছাড়া শুরু করে ডিভিসি। তার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নিম্ন দামোদর অববাহিকার বিস্তীর্ণ এলাকা এখনও জলের নীচে। এর মধ্যে নতুন নিম্নচাপ হানা দিয়েছে দক্ষিণবঙ্গে। যা ছোটনাগপুরের মালভূমি হয়ে এগিয়ে গিয়েছে ছত্তিসগড়ের দিকে। সেই নিম্নচাপের জে⛄রে ছোটনাগপুরের মালভূমিতে মঙ্গলবার থেকে বৃষ্টি হচ্ছে।ဣ যার জেরে নতুন করে জল ছাড়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হয়েছে।
ডিভিসির তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে মাইথন জলাধার থেকে ১০ হাজার কিউসেক, পাঞ্চেত জলাধার থেকে ১২ হাজার কিউসেক ও দুর্গাপুর জলাধার থেকে ৩২ হাজার কিউসেক জল ছাড়া হয়ে🍬ছে। এর ফলে হাওড়া ও হুগলির কিছু অংশে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন - কলেজে ভরতি হতে TMC নেতাদের স෴ঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে হয় মেয়ে🌱দের, বিস্ফোরক দাবি
রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে একতরফাভাবে দায়ী করে তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বৃষ্টি হলে যে জল ছাড়া বাদে বিকল্প রাস্তা নেই তা ফের জল ছেড়ে বুঝিয়ে দিল ডিভিসি। এবার দেখার আগামী কয়েক দিনে আর কতট♏া জল ছাড়ে তারা।