লাস্যময়ীর সঙ্গে ঘনিষ্ঠতা। আর তার জেরে ইডি কর্তাকে সরতে হয়েছিল। চাকরিটা আছে। 🐭শুধু দফতর স্থানান্তর হয়েছে। ইডি থেকে শুল্ক দফতর। আর এই চর্চিত লাস্যময়ী হলেন, রোজভ্যালি কাণ্ডের অন্যতম অভিযুক্ত, শুভ্রা কুন্ডু। আর তাঁর সঙ্গে ‘ঘনিষ্ঠতার’ অভিযোগ উঠেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিক মনোজ কুমারের। তাই তাঁকে পাঠানো হয়েছিল শুল্ক দফতরে।
এবার এই একই অভিযোগ আনল সিবিআই। মনোজের নামে লিখিত অভিযোগ জানাল সিবিআই। এমনকী গত ৯ জুন ওড়িশা হাইকোর্টের বিচারপতির কাছে হলফনামা জমা দিয়ে শুভ্রার সঙ্গে মনোজের ‘ঘনিষ♐্ঠতার’ অভিযোগ এনেছেন সিবিআইয়ের তদন্তকারী অফিসার সোজেন শেরপা। শুভ্রা রোজভ্যালির কর্নধার গৌতম কুন্ডুর স্ত্রী। ২০১৫ সালে ইডি তাঁকে গ্রেফতার করে। রোজভ্যালির টাকা আত্মসাৎ এবং বিদেশে পাচারের অভিযোগে সম্প্রতি শুভ্রাকেও গ্রেফতার করে সিবিআই। তাঁকে ভুবনেশ্বরের জেলে রাখা হয়েছিল। সম্প্রতি জেলেই করোনা আক্রান্ত হয়েছেন শুভ্রা। তাই ওড়িশা হাইকোর্টে জামিনের আবেদন করেছেন তিনি। ওই আবেদনের বিরোধিতা করে সিবিআই যে ১৪ পাতার হলফনামা জমা দিয়েছে। আর সেখানেই উল্লেখ করা হয়েছে মনোজ–শুভ্রার ‘ঘনিষ্ঠতার’ কথা।
সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার থেকে বাঁচতেই গৌতম কুন্ডু নিজের স্ত্রীকে ঢাল করেছিলেন। আর স্ত্রী সেই কাজে পুরোপুরি সফল। মনোজকে হাতিয়ার করেই শুভ্রা গোয়েন্দাদের নাকের ডগা দিয়ে ঘুরে বেড়িয়ে ছিলেন। গত পাঁচ বছরে শুভ্রাকে বহুবার তলব করা হলেও তাঁর বিরুদ্ধে সহযোগিতা না করার অভিযোগ এনেছেন তদন্তকারীরা। অভিযোগ, গৌতম জেলে থাকাকালীনও শুভ্রা আমানতকারীদের প্রায় ১৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন। কলকাতা এবং মুম্বইতে দু’টি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। তিনি বহুবার বিদেশে ঘুরে বেড়িয়েছেন। সিবিআইয়ের অ💙ভিযোগ, তদন্ত চলাকালীন তদন্তকারী সংস্থাকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন শুভ্রা। আর তাই মনোজের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা।
উল্লেখ্য, আর্থিক দুর্নীতির অভিযোগে মনোজকেও গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। হেফাজতে নিয়ে মনোজকে জেরা করা হয়েছিল। এখন জামিনে রয়েছে মনোজ। জামিন পাওয়ার পরেই তাঁকে শু✤ল্ক দফতরে বদলি করা হয়েছিল। এ♓ই মামলায় দুটি মোবাইল বাজেয়াপ্ত করেছিল ইডি। এখন তার কোনও হদিশ নেই। সেই সময় মনোজই ছিল এই মামলার তদন্তকারী অফিসার। শুভ্রা ঘনিষ্ঠতায় তা নষ্ট করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ।
তবে সিবিআইয়ের এই লিখꦦিত অভিযোগ জমা পড়ায় অস্বস্তিতে ইডি কর্তারা। শুধু রোজভ্যালি নয়, সারদা কাণ্ডেও মনোজ কুমার তদন্তকারী অফিসার ছিলেন। সোমবার রোজভ্যালি কাণ্ডে কলকাতায় সিবিআইয়ের বিশেষ আদালতে মামলার অন্যতম তদন্তকারী অফিসার হিসেবে মনোজকে তলব করা হয়েছে🎉। সে দিন তাঁর সাক্ষ্যগ্রহণ করা হবে।