টানা ১৮ ঘণ্টা তল্লাশির পর নিউ আলিপুরের লিপস অ্যান্ড বাউন্ডস𝐆 সংস্থার দফতর ছাড়লেন ইডির তদন্তকারীরা। সাংসদ হওয়ার আগে এই সংস্থার কর্ণধার ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে প্রায় ৩ ব্যাগ নথি সঙ্গে করে নিয়ে গিয়েছে ইডি। সূত্রের খবর, নথি পরীক্ষা করে অন্তত ২টি সন্দেহজনক লেনদেন খুঁজে পেয়েছেন তদন্তকারীরা।
সোমবার কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের মেয়𓂃ের ফ্ল্যাট ও নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের দফতরে হানা দেন তদন্তকারীরা। সেখানে গোটা দিন তল্লাশি চালিয়ে প্রচুর নথি বাজেয়াপ্ত করেছেন তাঁরা। ইডির দাবি, এই কালীঘাটের কাকুর নিয়ন্ত্রণাধীন সংস্থ꧂া থেকে এই সংস্থায় মোটা টাকা পাঠানো হয়েছে। এই সংস্থার COO ছিলেন সুজয়কৃষ্ণ।
ইডি সূত্রে জ♛ানা গিয়েছে, বাজারদরের প্রায় ৩ গুণ দামে মার্লিন গ্রুপকে অ্যালুমিনিয়ামের জানলা সরবরাহ করেছিল কালীঘাটের কাকুর সংস্থা। সেই টাকা লিপস অ্যান্ড বাউন্ডসের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। দফায় দফায় প্রায় ৯৫ লক্ষ টাকা কালীঘাটের কাকুর সংস্থা এসডি কনসালটেন্সি থেকে লিপস অ্যান্ড বাউন্ডসে চালান করা হয়েছে বলে দাবি ইডির।
বলে রাখি, সাংসদ হওয়ার আগে লিপস অ্যান্ড বাউন্ডসের কর্ণধার ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনো তাঁর পরিবারের একাধিক সদস্যꦗ এই সংস্থার বোর্ড অফ ডিরেক্টরসে রয়েছেন। বলে রাখি, ইংরাজিতে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ শব্দবন্ধের অর্থ, রাতারাতি ফুলে ফেঁপে ওঠা।