স্কুল খোলার দাবি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা সম্ভব নয়। সোমবার চিঠি দিয়ে এমনই জানাল রাজ্য শিক্ষা দফতর।ꦇ তাদের যুক্তি, স্কুল খোলার বিষয়টি আদালতের বিচারাধীন। তাই এই নিয়ে আদালতের বাইরে কোনও আলোচনা করতে পারে না তারা। সরকারের এই যুক্তির কোনও সারবত্তা খুঁজে পাচ্ছেন না শুভেন্দু।
গত ২৭ জানুয়ারি স্কুল খোলার দাবি নিয়ে রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনের সঙ্গে দেখা করতে বিধাননগরের বিকাশ ভবনে গিয়েছিলেন শুভেন্দুবাবু। কিন্তু রাস্তায় তাঁকে বাধা দেয় প♎ুলিশ। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় তাঁর। এর পর রাস্তায় বসেই প্রতিবাদ জানাতে থাকেন শুভেন্দু অধিকারী ও তাঁর সঙ্গে থাকা বিজেপি বিধায়করা। পরদিন শিক্ষাসচিবকে চিঠি দিয়ে আলোচনার সময় চান শুভেন্দু। পালটা চিঠিতে আলোচনার বিষয়বস্তু জানতে চায় শিক্ষা দফতর। তখন শুভেন্দুবাবু জানান, স্কুল খোলা নিয়ে আলোচনা চান তিনি। সেই চিঠির জবাবে সোমবার শিক্ষা দফতরের বরিষ্ঠ আইনি আধিকারিক শুভেন্দুবাবুকে চিঠি দিয়ে জানিয়েছেন, বিষয়টি কলকাতা হাইকোর্টের বিচারাধীন থাকায় এই নিয়ে কোনও আলোচনা সম্ভব নয়।
করোনা মহামারির জেরে প্রায় ২ বছর ধরে রাজ্যে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। মাঝে গত বছর জানুয়ারিতে আংশিক পঠনপাঠন শুরু হলেও ফের তা বন্ধ হয়ে যায়। বিরোধীদের দাবি, স্কুল বন্ধ থাকায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রীদের 🎃পড়াশুনো। অনেকে বাড়িতে থেকে মনরোগের শিকার হচ্ছে। দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে স্কুল খুলে দেওয়া হয়েছে। সেই নজির দে🌜খে পশ্চিমবঙ্গেও স্কুল খোলার অনুমতি দিক রাজ্য সরকার।